৫০ দিনেই ফসল ফলে, লাল ভিন্ডি বিক্রি করে লাখ টাকা ঘরে তুলবেন কীভাবে?
- Published by:Suman Majumder
Last Updated:
Red Ladyfinger Business: লাল ভিন্ডির চাষ লাখপতি করে দিতে পারে কিন্তু।
#কলকাতা: এক সময় ছিল যখন সচরাচর কেউ চাষবাসের দিকে যেতে চাইত না। তবে নিত্যনতুন আবিষ্কার সেই চিন্তাধারায় বদল আনতে পেরেছে। প্রযুক্তি যেমন অনেক ক্ষেত্রেই আমূল পরিবর্তন এনে দিয়েছে, তেমনি বিজ্ঞানের আশীর্বাদ থেকে বাদ পড়েনি কৃষিক্ষেত্রও।
প্রতিদিন নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এই ক্ষেত্রেও। প্রযুক্তির স্নেহধন্য সেও। ফলত দেশের কৃষকরা এখন প্রযুক্তি ব্যবহার করে ঐতিহ্যবাহী চাষাবাদের পাশাপাশি বিভিন্ন ধরনের নতুন ফসল ফলাতে সফল হয়েছে। হাইব্রিড বীজ প্রস্তুত করে উৎপাদন করা হচ্ছে নতুন প্রজাতির ফসল। আর সেটার চাহিদা বাজারে ভাল হওয়ার জন্য এমন ফসলের প্রতি ঝোঁক বেড়েছে কৃষকদের।
advertisement
advertisement
বাড়তে শুরু করেছে লাল ভিন্ডি চাষের প্রবণতা
সবুজ রঙের ভিন্ডি তো সচরাচর বাজারে দেখাই যায়। তার জনপ্রিয়তাও আকাশছোঁয়া। কিন্তু পরিবর্তন কে না চায়। প্রযুক্তির কল্যাণে দেশের কৃষকরাও এখন চাষ করছেন লাল ভিন্ডি। বিজ্ঞানীরা মনে করেন যে লাল ভিন্ডি (Red Ladyfinger) সবুজ ভিন্ডির থেকে বেশি উপকারী। চাহিদা জোগানের অর্থনীতিতে তাই বাজারে লাল ভিন্ডির দাম সবুজ ভিন্ডির থেকে অনেক বেশি।
advertisement
ফসল ফলতে লাগে ৪৫ থেকে ৫০ দিন
উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত ভারতীয় সবজি গবেষণা কেন্দ্রই প্রথম লাল ভিন্ডি তৈরি করেছিল, তাই লাল ভিন্ডিকে কাশীর লালও বলা হয়। তবে এখন অন্যান্য জায়গায়ও এর বীজ পাওয়া যাচ্ছে। বীজ রোপণের পর থেকে ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে প্রস্তুত হয়ে যায় এই সবজি। উত্তরপ্রদেশের পাশাপাশি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, হরিয়ানা ও দিল্লিতে শুরু হয়েছে এর চাষ।
advertisement
একই জমিতে বছরে ফলতে পারবে দুইবার
লাল ভিন্ডির চাষ সবুজ ভিন্ডির এর মতই। বেলে বা দোআঁশ মাটি চাষের জন্য সবথেকে ভাল। মাটির pH ৬.৫ থেকে ৭.৫ এর মধ্যে হওয়া উচিত। একই জমিতে বছরে দুইবার লাল ভিন্ডি ফলানো যেতে পারে। এক একরে ২০ কুইন্টাল পর্যন্ত ফলন হতে পারে। এক একটি লাল ভিন্ডির দৈর্ঘ্য ৬-৭ ইঞ্চি পর্যন্ত হয়। ফেব্রুয়ারি-মার্চ এবং জুন-জুলাই মাসে রোপণ করা এর আদর্শ সময়। দিনে কম করে ৫-৬ ঘন্টা সূর্যালোক ফসলের জন্য দরকার।
advertisement
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে উপকারী
লাল ভিন্ডিতে অ্যান্থোসিন পাওয়া যায়। এতে ফাইবার ও আয়রন বেশি থাকে। এটি কেবল শরীরে শক্তি দেয় না, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক। লাল রঙের কারণে এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। রান্না ছাড়াও বিজ্ঞানীরা লাল ভিন্ডিকে স্যালাড হিসেবে খাওয়ার পরামর্শ দিচ্ছেন।
advertisement
কতটা উপকারী লাল ভিন্ডির চাষ
ফসলের দামের দিক থেকে লাল ভিন্ডির দাম সবুজ ভিন্ডির থেকে অনেক বেশি। সবুজ ভিন্ডি যেখানে প্রতি কেজি ৪০-৫০ টাকায় পাওয়া যায় , সেখানে লাল ভিন্ডির দাম ঘোরাফেরা করে ৫০০ টাকার কাছাকাছি। কখনও কখনও এর দাম ৮০০ টাকাও হয়ে যায়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2022 8:42 PM IST









