এই দুই সংস্থায় বিনিয়োগ করেছেন! আপনিও হতে পারেন ধন কুবের

Last Updated:

শ্রী সিমেন্ট ২১ বছরে বিনিয়োগকারীদের টাকা ৭৭০ গুণ বাড়িয়ে দিয়েছে। একই ভাবে সেরা স্যানিটারিওয়্যারের স্টক ১৫ বছরে ১ লাখ টাকা ১ কোটি টাকায় বদলে দিয়েছে।

#কলকাতা: বর্তমানে সকলেই চায় এমন জায়গায় বিনিয়োগ করতে, যেখানে কম সময়ে ভাল টাকা রিটার্ন পাওয়া সম্ভব। আর কম সময়ে সুরক্ষিত ভাবে ভাল টাকা রিটার্ন পাওয়ার সবচেয়ে ভাল মাধ্যম হল শেয়ার বাজার। শেয়ার বাজারে চড়াই-উতরাই লেগে থাকলেও, এখানে বিনিয়োগ করে ভাল টাকা রিটার্ন পাওয়া সম্ভব।
বর্তমানে এমন বেশ কিছু শেয়ার রয়েছে, যেখানে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা মোটা টাকা রিটার্ন পেয়েছেন। কিন্তু এর মধ্যেও কয়েকটি মাল্টিব্যাগার শেয়ার রয়েছে, যা বিনিয়োগকারীদের করে তুলেছে কোটিপতি। বর্তমানে তেমনই দুটি মাল্টিব্যাগার শেয়ার হল শ্রী সিমেন্ট (Shree Cement) এবং সেরা স্যানিটারিওয়ার (Cera Sanitaryware)।
advertisement
advertisement
শ্রী সিমেন্ট ২১ বছরে বিনিয়োগকারীদের টাকা ৭৭০ গুণ বাড়িয়ে দিয়েছে। একই ভাবে সেরা স্যানিটারিওয়্যারের স্টক ১৫ বছরে ১ লাখ টাকা ১ কোটি টাকায় বদলে দিয়েছে।
মানিকন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী ২০০১ সালের ৬ জুলাই এনএসই-তে সিমেন্টের শেয়ার দর ছিল ৩০.৩০ পয়সা। ২০২২ সালের ৭ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার এই শেয়ার ৮.৪৩ শতাংশ বৃদ্ধি হয়ে ২৩৪,৮০ টাকায় পৌঁছে গিয়েছে। একই ভাবে ২০০১ সালের জুলাই মাস থেকে এখনও পর্যন্ত শ্রী সিমেন্টের শেয়ার বৃদ্ধি পেয়েছে প্রায় ৭৭৩৯১.৭৫ শতাংশ। শ্রী সিমেন্টের শেয়ার বিগত ১ মাসে ১০.৭৮ শতাংশ বৃদ্ধি হয়েছে। বিগত ১ বছরে শ্রী সিমেন্টের শেয়ারে ২৩.৭৫ শতাংশ পতন হয়েছে। কিন্তু এর মধ্যেও বিগত ৫ বছরে শ্রী সিমেন্টের শেয়ার তাদের বিনিয়োগকারীদের ২৫.৩০ শতাংশ রিটার্ন দিয়েছে।
advertisement
১৩,০০০ টাকা বিনিয়োগ করে হয়েছেন কোটিপতি
যদি কোনও বিনিয়োগকারী ২০০১ সালের ৬ জুলাই শ্রী সিমেন্টের শেয়ারের ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তা হলে সেই ১ লাখ টাকা এখন ৭.৭৫ কোটি টাকা হয়ে গিয়েছে। একই ভাবে কোনও বিনিয়োগকারী যদি ২০০১ সালে এই শেয়ারের ১৩,০০০ টাকা বিনিয়োগ করে থাকেন, তা হলে সেই টাকার পরিমাণ এখন হয়েছে ১.৭৩ কোটি টাকা।
advertisement
১৫ বছরে বৃদ্ধি
মিড-ক্যাপ স্টক সেরা স্যানিটারিওয়্যারের শেয়ার বুধবার ৪.১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৫৬০ টাকায় পৌঁছে গিয়েছে। বিগত ১ মাসে এই কোম্পানির শেয়ার ১৭.৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০৭ সালের নভেম্বর মাসে এই শেয়ার ৭০.৭৫ টাকায় ট্রেড করছিল। কিন্তু এখন এই শেয়ার পৌঁছে গিয়েছে ৫৫৬০ টাকায়। সুতরাং কোনও বিনিয়োগকারী যদি ২০০৭ সালে এই মাল্টিব্যাগার স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে, তা হলে সেই টাকা এখন ১.৫৭ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। এই শেয়ার বিনিয়োগকারীদের ১৫ বছরের ভিতরে বোনাস শেয়ার দেওয়ার ফলে বিনিয়োগকারীদের বিনিয়োগ দ্বিগুণ হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই দুই সংস্থায় বিনিয়োগ করেছেন! আপনিও হতে পারেন ধন কুবের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement