৬দিনে টাকা ডবল! দেখে নিন কী করে সম্ভব হল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
লাগাতার কমেছে সংস্থার লোকসান, বেড়েছে প্রফিট-
#কলকাতা: টাটা গ্রুপের সংস্থা TRF লিমিটেডের শেয়ারের গত ৬টি ট্রেডিং সেশন থেকে লাগাতার বৃদ্ধি দেখা গিয়েছে ৷ এখনও পর্যন্ত এই স্টকে প্রায় ১০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে ৷ এর জেরে গত ৬ বছরের তুলনায় সবচেয়ে উচ্চস্তরে পৌঁছে গিয়েছে শেয়ারের রিটার্ন ৷ জুলাই ২০১৬-এ এই স্টকের দাম ছিল ৩৪০.৫৫ টাকা ৷ ৫ শতাংশের বৃদ্ধির জেরে এদিন শেয়ারের দাম ফের ৩৪০.৫৫ টাকা হয়ে গিয়েছে ৷
TRF লিমিটেডের শেয়ার অগাস্ট থেকে এখন পর্যন্ত ১৭২ শতাংশ থেকে বেড়ে গিয়েছে ৷ ক্রেডিট রেটিং ফার্ম CARE সম্প্রতি লম্বা সময়ের জন্য টিআরএফ-এর শেয়ারের নেগেটিভ থেকে স্টেবল রেটিং দিয়েছে ৷ টিআরএফ-এর প্রোমোটার টাটা স্টিল জুনে সংস্থার ওয়ার্কিং ক্যাপিটল নিয়ে ১৬৫ কোটি টাকার বিনিয়োগ করেছিল ৷
advertisement
advertisement
লাগাতার কমেছে সংস্থার লোকসান, বেড়েছে প্রফিট-
এক্সচেঞ্জ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, টাটা স্টিলের কাছে TRF-এর ১৬.৫ কোটি শেয়ার রয়েছে এবং সংস্থার মোট অংশীদারিত্ব ১২.১৭ শতাংশ ৷ ক্রেডিট রেটিং ভাল হওয়ায় এবং প্রোমোটার থেকে বিনিয়োগের পর সংস্থার শেয়ারে ফের গতি বেড়েছে ৷ এছাড়া এই সংস্থার লাগাতার ২ বছর ধরে ক্যাশ লস অনেকটাই কমেছে ৷ এর জন্য CARE অর্থবর্ষ ২৩-এর জন্য সংস্থা তাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ রেখেছে ৷
advertisement
মার্কেট বিশেষজ্ঞরা জানিয়েছেন, টিআরএফ লিমিটেডের অপারেটিং প্রফিট ও টাটা স্টিল এবং অন্য কম্পানি থেকে পাওয়া কাজের জেরে অর্ডার মজবুত হয়েছে এবং এর সুবিধা সংস্থা পাচ্ছে ৷ এই সংস্থা প্রায় ৭৫ শতাংশ অর্ডার টাটা স্টিল থেকে পেয়েছে ৷ অন্যদিকে, ৩৬৩ কোটি থেকে ২৫ শতাংশ অর্ডার অন্য সংস্থা থেকে পেয়েছে ৷ অর্থবর্ষ ২০২২-এ সংস্থার মোট অপারেটিং প্রফিট বার্ষিক হিসেবে ২৫ শতাংশ থেকে বেড়ে ১৪৭.৯৪ কোটি টাকা হয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2022 5:24 PM IST