Purulia News: নানের সঙ্গে মুচমুচে চপ... খেয়েছেন কখনও? রঘুনাথপুর শহরে নতুন স্বাদের ব্রেকফাস্টের দারুণ জনপ্রিয়তা
- Published by:Rachana Majumder
- local18
- Reported by:Shantonu Das
Last Updated:
নান আর মুচমুচে চপের কম্বোতে এখন নতুন স্বাদের জাদু ছড়িয়ে পড়েছে শহরজুড়ে। নান ও চপের এই যুগলবন্দি স্বাদ শহরের সকালের খাবারের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
advertisement
advertisement
advertisement
আরও একটি বিশেষত্ব হল, এই নান ও মুচমুচে চপ তৈরি হচ্ছে চাইনিজ স্পেশালিস্ট মিস্ত্রি তপন ঠাকুর ও ঝন্টু নন্দীর হাতে। খেতেও যেমন স্বাদে ভিন্নতা রয়েছে, তেমনি গন্ধেও অতুলনীয়। তাদের কথায়, “মানুষকে একটু ভিন্ন রকমের কিছু খাওয়াতে আমরা এই কম্বোটি তৈরি করেছি। পরবর্তীকালে এই ব্যতিক্রমী ব্রেকফাস্টটি ব্যাপক হারে শহরের মানুষের প্রিয় হয়ে উঠেছে।“ (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
advertisement
advertisement






