G RAM G Rural Jobs Bill: বিরোধীদের ওয়েলে নেমে বিক্ষোভ, তার মাঝেই লোকসভায় পাশ হয়ে গেল ‘G RAM G’ গ্রামীণ রোজগার বিল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
জি রাম জি বিলের উপর আট ঘণ্টার আলোচনার জবাবে চৌহান জোর দিয়ে বলেন যে,মোদি সরকার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শকে সমুন্নত রাখার চেষ্টা করে চলেছেন৷
নয়াদিল্লি: উড়ল টুকরো টুকরো করা বিলের কপির কাগজ৷ বিরোধীদের চিৎকার, বিরোধিতার মাঝেই বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়ে গেল ‘জি রাম জি’বিল৷ যা মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি (MGNREGA) প্রকল্পের পরিবর্তে আনা হল এই নতুন যোজনা৷ দিন দুয়েক আগে ২০ বছর পুরনো MGNREGA প্রকল্পের (১০০ দিনের কাজ প্রকল্প) পরিবর্তে নিয়ে এই বিল পেশ করে কেন্দ্রীয় সরকার৷ নাম দেওয়া হয় বিকশিত ভারত গ্যরান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ), ওরফে VB G RAM G৷
advertisement
এই বিলে পূর্ববর্তী ১০০ দিনের প্রকল্পের পরিবর্তে ১২৫ দিনের কর্মদিবস নিশ্চিত করা হয়েছে৷ কেন্দ্রীয় সরকার জানিয়েছে, বিকশিত ভারত ২০৪৭ এর মোদি ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই প্রকল্প তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র৷
advertisement
advertisement
বিশৃঙ্খলার মধ্যে, কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান লোকসভায় বক্তব্য রাখার সময় বলেন যে, এই প্রকল্পটি যখন চালু হয়েছিল, তখন তাতে মহাত্মা গান্ধীর নাম উল্লেখ করা হয়নি, তবে ২০০৯ সালের নির্বাচনের সময় কংগ্রেস নরেগায় তাঁর নাম যুক্ত করে।
advertisement
জি রাম জি বিলের উপর আট ঘণ্টার আলোচনার জবাবে চৌহান জোর দিয়ে বলেন যে,মোদি সরকার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মহাত্মা গান্ধীর আদর্শকে সমুন্নত রাখার চেষ্টা করে চলেছেন৷
advertisement
মোদি সরকারের বিভিন্ন জনদরদী প্রকল্পের কথা উল্লেখ শিবরাজ বলেন, ‘‘কংগ্রেস বাপুর আদর্শকে হত্যা করেছে, এনডিএ প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, স্বচ্ছ ভারত মিশন, আয়ুষ্মান ভারতের আওতায় নির্মিত পাকা বাড়িগুলির মাধ্যমে বাপুর প্রতি বারবার শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন৷’’
advertisement
এদিকে, বিরোধী সদস্যেরা এদিনও বিলের নাম প্রসঙ্গে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
Dec 18, 2025 3:14 PM IST








