Money Making Ideas : রঙিন সুতোতেই জীবন বদলেছে গৃহবধূদের, আয় হচ্ছে হাজার হাজার টাকা !
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Money Making Ideas: ঘরে বসেই তাঁরা তৈরি করছেন হস্তশিল্পের পণ্য, যা বিক্রি করে মাসে হাজার হাজার টাকা আয় করছেন। এগিয়ে চলেছে স্বনির্ভরতার পথে।
পশ্চিম মেদিনীপুর: সামান্য জিনিস, ও কিছু টাকা দিয়ে শুরু হয় তাদের পথ চলা। বাড়ি প্রত্যন্ত গ্রামে। কোনওভাবে চলে দিন। তবে এবার, গ্রামীন এলাকায় আশার আলো দেখাচ্ছে এক বিশেষ কার্পেট। তৈরি করে মিলছে লাখ টাকার মত। ভাঙা ঘরে আশার আলো দেখাচ্ছে কার্পেট। যা জেলায় নয়, যাচ্ছে ভিন রাজ্যে। স্বাভাবিকভাবে প্রতিমাসে কার্পেট বুনে আয়ের দিশা দেখছেন তিন গৃহবধূ।
কঠিন বাস্তবতার সঙ্গে লড়ে আজ সংসারের জন্য নিজেরাই করছেন আয়। বিশেষ উল দিয়ে তৈরি করছেন কার্পেট। তাদের এক একটি কার্পেট বানাতে সময় লাগে দু’মাসের মত সময়। এর থেকে মেলে কয়েক হাজার টাকা। তবে মহাজন মারফত বিক্রি হয় লক্ষ টাকারও বেশি দামে। হাতের কারসাজিতে বিভিন্ন রঙের উল দিয়ে বোনা হয় এই কার্পেট।
advertisement
advertisement
বাড়ির অন্যান্য কাজ সামলে তারা তৈরি করেন কার্পেট। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ধামতোড় এলাকার পশ্চিম সাতকোনা গ্রামের বাসিন্দা সুমিত্রা সাহু। নুন আনতে পান্তা ফুরায় পরিবারে। তবে নিজে কিছু করার ভাবনা নিয়ে শুরু করেন কার্পেট বোনার কাজ। পূর্ব মেদিনীপুরের ময়না থেকে কাঁচামাল এনে বাড়িতে বুনেন এই কার্পেট। সুমিত্রার সঙ্গে আরও কাজ করছেন দুজন মহিলা। তারাও স্বনির্ভর হচ্ছেন। শুধু তাই নয়, তিনজনের প্রতিমাসে ইনকাম বেশ কয়েক হাজার টাকার মত।
advertisement
জানা গিয়েছে, সংসারের হাল ধরতে শুরু করেন কার্পেট তৈরির কাজ। মহিলাদের হাতে তৈরি এই কার্পেট ছড়িয়ে পড়েছে ভিন রাজ্যে। বিক্রি হয় লক্ষাধিক টাকায়। এক একটি কার্পেট বানাতে তাদের সময় লাগে প্রায় দু’মাস। এভাবে এক একটি কার্পেট নিখুঁতভাবে বুনছেন তারা। সময়ে দেন ডেলিভারি। কাজের বাবদ তারা পান মজুরি।
advertisement
আরও পড়ুন: ৫ তারিখেই শেষ হয়ে যায় স্যালারি ? মেনে চলুন এই আশ্চর্য নিয়ম, মাসের শেষেও বাজেটে টান পড়বে না
প্রথম দিকে এই পথচলা মোটেও সহজ ছিল না। কাঁচামালের জোগান, বাজারের প্রতিযোগিতা, ক্রেতার অভাব—এসব চ্যালেঞ্জের মধ্যেই চালিয়ে গিয়েছেন কাজ। এখন কার্পেটের চাহিদা রয়েছে মুম্বাইয়ের বাজারে, যা আত্মনির্ভরশীল হওয়ার সাহস দিয়েছে। তাদের এই উদ্যোগ শুধুমাত্র নিজেদের জন্য নয়, অন্যান্য অনেক দরিদ্র পরিবারের কাছেও এটি এক অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।
advertisement
রঞ্জন চন্দ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2025 7:39 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas : রঙিন সুতোতেই জীবন বদলেছে গৃহবধূদের, আয় হচ্ছে হাজার হাজার টাকা !
