Post Office Speed Post: আর লাইন দিতে হবে না, এখন বাড়ি থেকেই স্পিডপোস্ট করতে পারবেন !
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Post Office Speed Post: ঘরে বসেই বুক করুন, ডাক কর্মী এসে পার্সেল সংগ্রহ করবে। জেনে নিন এই ডিজিটাল পরিষেবার ব্যবহারবিধি ও উপকারিতা।
জলপাইগুড়ি: কুরিয়ার নয় কামাল করবে ডাক বিভাগ! চা পাতা থেকে বুটিক—ডাকবিভাগের মাধ্যমে বাড়িতে বসেই দেশ-বিদেশে ব্যবসার বড় সুযোগ! চা পাতা, বুটিকের কাপড় কিংবা হস্তশিল্প সামগ্রী—এখন আর পার্সেল বুকিংয়ের জন্য ডাকঘরে লাইন দিতে হবে না।
জলপাইগুড়ির ব্যবসায়ীদের জন্য এসেছে সুখবর। ডাকবিভাগের উদ্যোগে এখন বাড়ি থেকেই স্পিডপোস্ট (Speed Post) ও ইন্ডিয়া পোস্ট (India Post)-এর মাধ্যমে দেশের যে কোনও প্রান্তে এমনকি বিদেশেও সামগ্রী পাঠানো যাবে। বৃহস্পতিবার জলপাইগুড়ি বড় ডাকঘরে আয়োজিত এক বিশেষ কর্মশালায় উপস্থিত ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্য, হস্তশিল্প নির্মাতা ও চা ব্যবসায়ীরা।
advertisement
কর্মশালায় ডাকবিভাগের উত্তরবঙ্গের সহকারি অধিকর্তা সিদ্ধার্থ ভট্টাচার্য জানান, “ডাকঘরে এসে লাইন দেওয়ার দিন শেষ। এখন বাড়িতে বসেই অনলাইনে বুকিং কিংবা ৯৪৩৩১৬৫০৫০ নম্বরে ফোন করলেই আমাদের কর্মীরা বাড়িতে গিয়ে পার্সেল নিয়ে আসবে। খরচ কম, নিরাপত্তা বেশি।”এই উদ্যোগে খুশি শহরের বহু ব্যবসায়ী।
advertisement
জলপাইগুড়ির চা ব্যবসায়ী শম্ভু ঝা বলেন, “দার্জিলিং ও অর্গানিক চায়ের ক্রেতা অনেক জায়গায়। কিন্তু ক্যুরিয়ারে খরচ ও নিরাপত্তার সমস্যা ছিল। এখন ডাকবিভাগ দোকানে এসে চায়ের প্যাকেট বুকিং করে নিয়ে যাবে শুনে অনেকটাই নিশ্চিন্ত।” সংশ্লিষ্ট মহলের মতে, এই পরিষেবা ছোট ব্যবসায়ী ও মহিলাদের জন্য বিশেষভাবে লাভজনক হবে।
advertisement
সরকারি পরিবহনের নির্ভরতা, কম খরচ ও বাড়ি থেকেই বুকিংয়ের সুবিধা—এই তিনে মিলেই তৈরি হচ্ছে নতুন সম্ভাবনার পথ। ব্যবসা এখন আরও সহজ, আরও নিরাপদ—ডাকবিভাগ হয়ে উঠছে ক্ষুদ্র উদ্যোক্তাদের বড় ভরসা।
সুরজিৎ দে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2025 7:21 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Post Office Speed Post: আর লাইন দিতে হবে না, এখন বাড়ি থেকেই স্পিডপোস্ট করতে পারবেন !