Best Scheme Of Post Office: PORD, POMIS, PPF বা SSY, আপনার জন্য পোস্ট অফিসের কোন স্কিমটা বেশি লাভজনক ?

Last Updated:
Best Scheme Of Post Office: পোস্ট অফিসের PORD, POMIS, PPF ও SSY—এই চারটি জনপ্রিয় স্কিমের মধ্যে কোনটি আপনার জন্য সবচেয়ে উপযোগী? সুদের হার, কর ছাড় ও বিনিয়োগের মেয়াদ দেখে বেছে নিন আপনার লক্ষ্য অনুযায়ী সবচেয়ে লাভজনক স্কিমটি।
1/7
বিনিয়োগের ক্ষেত্রে খুব একটা রিস্ক নিতে না চাইলে আপনার জন্য পোস্ট অফিসের ছোট সঞ্চয় প্রকল্পগুলি দারুণ বিকল্প হতে পারে ৷  যদি আপনি কোনও ঝুঁকি ছাড়াই নিজের টাকা সুরক্ষিতভাবে বিনিয়োগ করে ভাল রিটার্ন পেতে চান তাহলে পোস্ট অফিসের একাধিক স্মল সেভিংস স্কিম আপনার সঠিক ডেস্টিনেশন হয়ে উঠতে পারে ৷  পোস্ট অফিসের স্কিমের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এগুলি মার্কেট লিঙ্কড নয় ৷ ফল বাজার ওঠা-নামার সঙ্গে আপনার রিটার্ন কোনও ভাবেই প্রভাবিত হবে না ৷
বিনিয়োগের ক্ষেত্রে খুব একটা রিস্ক নিতে না চাইলে আপনার জন্য পোস্ট অফিসের ছোট সঞ্চয় প্রকল্পগুলি দারুণ বিকল্প হতে পারে ৷ যদি আপনি কোনও ঝুঁকি ছাড়াই নিজের টাকা সুরক্ষিতভাবে বিনিয়োগ করে ভাল রিটার্ন পেতে চান তাহলে পোস্ট অফিসের একাধিক স্মল সেভিংস স্কিম আপনার সঠিক ডেস্টিনেশন হয়ে উঠতে পারে ৷ পোস্ট অফিসেরস্কিমের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এগুলি মার্কেট লিঙ্কড নয় ৷ ফল বাজার ওঠা-নামার সঙ্গে আপনার রিটার্ন কোনও ভাবেই প্রভাবিত হবে না ৷
advertisement
2/7
সরকার বর্তমান অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর ২০২৫-এর জন্য পোস্ট অফিস স্কিমগুলির সুদের হার অপরিবর্তিত রেখেছে। এর মধ্যে ৪টি প্রধান স্কিম — রেকারিং ডিপোজিট, মান্থলি ইনকাম স্কিম, PPF এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা । সম্প্রতি পোস্ট অফিসের তরফে এক্স হ্যান্ডেলে এই চারটি স্কিম নিয়ে পোস্ট করা হয়েছে ৷ এই চারটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প অত্যন্ত জনপ্রিয় যোজনা ৷ কিন্ত আপনার জন্য কোনটা বেশি লাভজনক ? সেটা জেনে নিন ৷
সরকার বর্তমান অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর ২০২৫-এর জন্য পোস্ট অফিস স্কিমগুলির সুদের হার অপরিবর্তিত রেখেছে। এর মধ্যে ৪টি প্রধান স্কিম — রেকারিং ডিপোজিট, মান্থলি ইনকাম স্কিম, PPF এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা । সম্প্রতি পোস্ট অফিসের তরফে এক্স হ্যান্ডেলে এই চারটি স্কিম নিয়ে পোস্ট করা হয়েছে ৷ এই চারটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প অত্যন্ত জনপ্রিয় যোজনা ৷ কিন্ত আপনার জন্য কোনটা বেশি লাভজনক ? সেটা জেনে নিন ৷
advertisement
3/7
১. পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (PORD)- পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে প্রতি মাসে টাকা জমা করে মোটা অঙ্কের ফান্ড তৈরি করতে পারবেন ৷ এখানে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায় ৷ বর্তমানে এই স্কিম ৬.৭ শতাংশ সুদ মিলছে ৷  ন্যূনতম ৫ বছরের জন্য টাকা জমা রাখতে হয় ৷ মাত্র ১০০ টাকা দিয়ে এই স্কিম চালু করতে পারবেন ৷ এই অ্যাকাউন্ট সিঙ্গল বা যৌথ (জয়েন্ট) হিসেবে খোলা যায় এবং কিছু নির্দিষ্ট শর্তসাপেক্ষে নির্ধারিত সময়ের আগেই বন্ধ করার সুবিধাও পাওয়া যায়।
১. পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (PORD)- পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে প্রতি মাসে টাকা জমা করে মোটা অঙ্কের ফান্ড তৈরি করতে পারবেন ৷ এখানে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায় ৷ বর্তমানে এই স্কিম ৬.৭ শতাংশ সুদ মিলছে ৷ ন্যূনতম ৫ বছরের জন্য টাকা জমা রাখতে হয় ৷ মাত্র ১০০ টাকা দিয়ে এই স্কিম চালু করতে পারবেন ৷ এই অ্যাকাউন্ট সিঙ্গল বা যৌথ (জয়েন্ট) হিসেবে খোলা যায় এবং কিছু নির্দিষ্ট শর্তসাপেক্ষে নির্ধারিত সময়ের আগেই বন্ধ করার সুবিধাও পাওয়া যায়।
advertisement
4/7
২. মান্থলি ইনকাম স্কিম (MIS)- পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (POMIS) তাঁদের জন্য একটি চমৎকার বিকল্প, যাঁরা প্রতি মাসে স্থিতিশীল আয় চান, বিশেষ করে অবসরপ্রাপ্ত বা প্রবীণ নাগরিকদের জন্য। এই স্কিমে বিনিয়োগকারীদের এককালীন টাকা জমা রাখতে ৷ বর্তমানে বার্ষিক ৭.৪% হারে সুদ পাওয়া যাচ্ছে ৷  যা প্রতি মাসে সরাসরি বিনিয়োগকারীর সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।

এই স্কিমের মেয়াদ ৫ বছর এবং আপনি সিঙ্গল অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে (জয়েন্ট) সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।
২. মান্থলি ইনকাম স্কিম (MIS)- পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (POMIS) তাঁদের জন্য একটি চমৎকার বিকল্প, যাঁরা প্রতি মাসে স্থিতিশীল আয় চান, বিশেষ করে অবসরপ্রাপ্ত বা প্রবীণ নাগরিকদের জন্য।এই স্কিমে বিনিয়োগকারীদের এককালীন টাকা জমা রাখতে ৷ বর্তমানে বার্ষিক ৭.৪% হারে সুদ পাওয়া যাচ্ছে ৷ যা প্রতি মাসে সরাসরি বিনিয়োগকারীর সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়।এই স্কিমের মেয়াদ ৫ বছর এবং আপনি সিঙ্গল অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে (জয়েন্ট) সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।
advertisement
5/7
৩. পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)- পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রকল্প, যা কর ছাড়ের পাশাপাশি নিরাপদ রিটার্ন দিয়ে থাকে ।এই স্কিমে বার্ষিক ৭.১% হারে সুদ পাওয়া যাচ্ছে। বিনিয়োগের মেয়াদ ১৫ বছর এবং এখানে ন্যূনতম ৫০০ টাকা এবং সর্বাধিক ১.৫ লক্ষ টাকা বার্ষিক বিনিয়োগ করা যায়। 

এই স্কিমটি EEE ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ বিনিয়োগ, সুদ এবং মেয়াদপূর্তির পুরো অঙ্ক—সবই করমুক্ত (ট্যাক্স ফ্রি)।

 এই প্রকল্পে আংশিক টাকা তোলার ও ঋণ নেওয়ার সুবিধাও রয়েছে। আপনি নিজের বা পরিবারের কোনও সদস্যের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
৩. পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)- পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রকল্প, যা কর ছাড়ের পাশাপাশি নিরাপদ রিটার্ন দিয়ে থাকে ।এই স্কিমে বার্ষিক ৭.১% হারে সুদ পাওয়া যাচ্ছে। বিনিয়োগের মেয়াদ ১৫ বছর এবং এখানে ন্যূনতম ৫০০ টাকা এবং সর্বাধিক ১.৫ লক্ষ টাকা বার্ষিক বিনিয়োগ করা যায়।এই স্কিমটি EEE ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ বিনিয়োগ, সুদ এবং মেয়াদপূর্তির পুরো অঙ্ক—সবই করমুক্ত (ট্যাক্স ফ্রি)।এই প্রকল্পে আংশিক টাকা তোলার ও ঋণ নেওয়ার সুবিধাও রয়েছে। আপনি নিজের বা পরিবারের কোনও সদস্যের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
advertisement
6/7
৪. সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)- সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য একটি দুর্দান্ত বিনিয়োগের বিকল্প। বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৮.২% হারে সুদ দেওয়া হচ্ছে (যা প্রতি ত্রৈমাসিকে নির্ধারণ করা হয়)। অভিভাবক বা পিতামাতা তাঁদের ০ থেকে ১০ বছরের মেয়ের নামে এই প্রকল্পের অধীনে অ্যাকাউন্ট খুলতে পারেন।

 এই প্রকল্পের মেয়াদ মেয়ের ২১ বছর বয়স পর্যন্ত বা বিয়ে হওয়া পর্যন্ত থাকে। এতে বছরে ন্যূনতম ২৫০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। 

এই স্কিমটি EEE কর ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ বিনিয়োগ, সুদ ও মেয়াদপূর্তির অর্থ—তিনটিই সম্পূর্ণ করমুক্ত (ট্যাক্স ফ্রি)।
৪. সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)- সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য একটি দুর্দান্ত বিনিয়োগের বিকল্প। বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৮.২% হারে সুদ দেওয়া হচ্ছে (যা প্রতি ত্রৈমাসিকে নির্ধারণ করা হয়)।অভিভাবক বা পিতামাতা তাঁদের ০ থেকে ১০ বছরের মেয়ের নামে এই প্রকল্পের অধীনে অ্যাকাউন্ট খুলতে পারেন।এই প্রকল্পের মেয়াদ মেয়ের ২১ বছর বয়স পর্যন্ত বা বিয়ে হওয়া পর্যন্ত থাকে। এতে বছরে ন্যূনতম ২৫০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।এই স্কিমটি EEE কর ক্যাটাগরির মধ্যে পড়ে, অর্থাৎ বিনিয়োগ, সুদ ও মেয়াদপূর্তির অর্থ—তিনটিই সম্পূর্ণ করমুক্ত (ট্যাক্স ফ্রি)।
advertisement
7/7
দরকার অনুযায়ী বেছে নিন কোন স্কিমটি আপনার জন্য সবচেয়ে বেশি লাভজনক হবে ৷
দরকার অনুযায়ী বেছে নিন কোন স্কিমটি আপনার জন্য সবচেয়ে বেশি লাভজনক হবে ৷
advertisement
advertisement
advertisement