India US Deal: ভারতকে জ্যাভলিন মিসাইল বিক্রি করতে রাজি হয়ে গেল আমেরিকা! ৯৩ মিলিয়ন ডলারের দুর্দান্ত ডিল, বিবৃতি প্রকাশ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আমেরিকার কাছে ভারত ১০০টি জ্যাভলিন ক্ষেপণাস্ত্র, একটি পরীক্ষামূলক ‘ফ্লাই-টু-বাই’, ২৫টি কম্যান্ড লঞ্চ ইউনিট, প্রশিক্ষণ সরঞ্জাম, সিম্যুলেশন রাউন্ড, খুচরো যন্ত্রাংশ সংক্রান্ত সহায়তা চেয়েছে৷
নয়াদিল্লি: ভারতের সঙ্গে প্রায় ৯৩ মিলিয়ন ডলারের ২টো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিতে সায় দিয়ে দিল আমেরিকা৷ এর ফলে ভারতের নির্ভুল-আক্রমণ ক্ষমতা এবং বর্ম-বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত হবে বলে মনে করা হচ্ছে৷ আমেরিকার ডিফেন্স সিকিওরিটি কো-অপারেশন এজেন্সির (DSCA) তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ভারতকে প্রায় ৪৫.৭ মিলিয়ন ডলারের FGM-১৪৮ জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিক্রির বিষয়ে সায় দিয়েছে আমেরিকার বিদেশমন্ত্রক৷
advertisement
আমেরিকার কাছে ভারত ১০০টি জ্যাভলিন ক্ষেপণাস্ত্র, একটি পরীক্ষামূলক ‘ফ্লাই-টু-বাই’, ২৫টি কম্যান্ড লঞ্চ ইউনিট, প্রশিক্ষণ সরঞ্জাম, সিম্যুলেশন রাউন্ড, খুচরো যন্ত্রাংশ সংক্রান্ত সহায়তা চেয়েছে৷
advertisement
আরও পড়ুন: জোর প্রস্তুতি গান্ধি ময়দানে…মোদি-শাহের উপস্থিতিতেই বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার
DSCA জানিয়েছে, এই প্রস্তাবিত ডিল ভারত-মার্কিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷ বিক্রয় চুক্তি দু’দেশের বিদেশনীতি এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অভীষ্ট লক্ষ্যপূরণে সহায়ক হবে বলে আশাপ্রকাশ করেছে আমেরিকা৷
advertisement
এদিকে, দ্বিতীয় বিক্রয় প্যাকেজে থাকছে এক্সক্যালিবার প্রজেক্টাইল এবং সংশ্লিষ্ট সরঞ্জাম৷ এগুলির সম্ভাব্য বিক্রয় অনুমোদন করা হয়েছে যার আনুমানিক মূল্য $47.1 মিলিয়ন।
advertisement
একটি পৃথক বিবৃতিতে , ডিএসসিএ জানিয়েছে যে ভারত ২১৬টি M982A1 এক্সক্যালিবার কৌশলগত প্রজেক্টাইল কেনার অনুরোধ করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
November 20, 2025 11:13 AM IST

