ATM থেকে টাকা তোলার আগে একটু দাঁড়ান! ব্যাঙ্ক কী বলছে জেনে নেওয়াটা জরুরি!

Last Updated:

সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India), সংক্ষেপে SBI ট্যুইট করে এটিএম ব্যবহার করার উপায় গ্রাহকদের জানিয়েছে।

#কলকাতা: বর্তমানে ইন্টারনেট ব্যাঙ্কিং হল একটি খুবই জনপ্রিয় পরিষেবা। ইন্টারনেট ব্যাঙ্কিং এর জন্য অনলাইন ট্রানজাকশন ব্যাপক হারে বেড়ে চলেছে। কিন্তু এর মধ্যেও এখনও এটিএম (ATM) থেকে টাকা তোলার প্রবণতা কমেনি। বিভিন্ন ধরনের কাজে ক্যাশ টাকার দরকার পড়ে। এইজন্য এটিএমে মানুষের লম্বা লাইন লেগে থাকে। কিন্তু এটিএম থেকে টাকা তোলার সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। আবার অনেক সময় দেখা যায় যে এটিএম হ্যাক করে হ্যাকাররা গ্রাহকদের টাকা লুঠ করে নিচ্ছে।
হ্যাকারদের থেকে নিজেদের গ্রাহকদের বাঁচানোর জন্য ব্যাঙ্কের তরফ থেকে বিভিন্ন সময় এটিএম ব্যবহার করার ওপর সর্তকতা জারি করা হয়। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India), সংক্ষেপে SBI ট্যুইট করে এটিএম ব্যবহার করার উপায় গ্রাহকদের জানিয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা সুরক্ষিত ভাবে এটিএম থেকে টাকা তুলতে পারবে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে এটিএম থেকে টাকা তোলার সময় ওটিপি ব্যবহার করে সেটি তোলা উচিত। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ২০২০ সালে এই প্রক্রিয়া চালু করা হয়েছে। কিন্তু এখনও অনেকেই এই ওটিপি আধারিত এটিএম ট্রানজাকশন ব্যবহার করেন না।
advertisement
advertisement
এটিএম থেকে টাকা তলার সময় ওটিপি ব্যবহার করার উপায় -
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ট্যুইট করে তাদের গ্রাহকদের এটিএম থেকে টাকা তোলার সময় ওটিপি ব্যবহার করার পরামর্শ দিয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এটিএম থেকে টাকা তলার সময় ওটিপি আধারিত ট্রানজাকশনের ওপর জোর দিতে বলছে। কারণ এর মাধ্যমে হ্যাকাররা এবং দুর্নীতিবাজরা গ্রাহকদের কোন ক্ষতি করতে পারবে না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওটিপি সার্ভিস ২০২০ সালের ১ জানুয়ারি চালু করা হয়েছে।
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক এটিএম থেকে টাকা তোলার সময় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের ওটিপি ব্যবহার করার উপায় -
advertisement
  • স্টেপ ১ - প্রথমেই এটিএম মেশিনে এসবিআইএর এটিএম কার্ড দিতে হবে।
  • স্টেপ ২ - এরপর ওটিপি অপশনে ক্লিক করতে হবে।
  • স্টেপ ৩ - এরপর গ্রাহকদের রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। সেটা আবার এটিএম মেশিনে এন্টার করতে হবে।
  • স্টেপ ৪ - এরপর এটিএম মেশিনে নিজেদের এটিএম পিন দিতে হবে।
  • স্টেপ ৫ - এরপর নিজেদের টাকা এটিএম মেশিন থেকে বেরিয়ে আসবে।
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ATM থেকে টাকা তোলার আগে একটু দাঁড়ান! ব্যাঙ্ক কী বলছে জেনে নেওয়াটা জরুরি!
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement