Sukanya Samiriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়মে বড় বদল! এবার তিন মেয়ের জন্য পেতে পারেন মোটা টাকার ফান্ড
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Sukanya Samiriddhi Yojana: SSY বর্তমানে ৭.৬ শতাংশ বার্ষিক সুদ দিয়ে থাকে ৷ সম্প্রতি সরকার এই যোজনায় একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম বদল করেছে ৷
#নয়াদিল্লি: কেন্দ্র সরকারের একাধিক স্মল সেভিংস স্কিমের (Small Savings Schemes) মধ্যে একটি জনপ্রিয় যোজনা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা ৷ এই যোজনা সেই সব মানুষদের জন্য অত্যন্ত উপকারি যাঁরা অল্প অল্প করে টাকা ইনভেস্ট করে থাকেন ভবিষ্যতের জন্য ৷ আপনিও যদি আপনার মেয়ের বিয়ে বা উচ্চ শিক্ষার জন্য ইনভেস্ট করতে চান তাহলে সুকন্যা সমৃদ্ধি যোজনা আপনার জন্য সেরা অপশন হতে পারে ৷
সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার ব্যাঙ্কের এফডি থেকে বেশি এবং অন্যান্য স্মল সেভিংস যোজনার তুলনায় বেশি রিটার্ন পাওয়া যায় ৷ SSY বর্তমানে ৭.৬ শতাংশ বার্ষিক সুদ দিয়ে থাকে ৷ সম্প্রতি সরকার এই যোজনায় একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম বদল করেছে ৷
advertisement
advertisement
এবার তিন মেয়ের জন্যেও খুলতে পারবেন অ্যাকাউন্ট
সুকন্যা সমৃদ্ধি যোজনায় এখন পর্যন্ত দুটি মেয়ের নামে থাকা অ্যাকাউন্টে আয়কর অধিনিয়ম ধারা 80C অনুযায়ী ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যায় ৷ তৃতীয় মেয়ের ক্ষেত্রে ট্যাক্স ছাড় পাওয়া যায় না ৷ তবে সম্প্রতি এবার নিয়ম বদল করে তৃতীয় মেয়ের ক্ষেত্রেও ট্যাক্স ছাড় দেওয়া হবে ৷ অর্থাৎ এবার এক সঙ্গে তিন মেয়ের নামে এই যোজনায় অ্যাকাউন্ট খোলা যেতে পারে এবং ট্যাক্স ছাড়ও পাওয়া যাবে ৷
advertisement
মিলবে সুদ -
সুকন্যা সমৃদ্ধি যোজনায় বছরে ন্যূনতম ২৫০ টাকা এবং অধিকতম ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে ৷ ন্যূনতম টাকা জমা না করলে আপনার অ্যাকাউন্ট ডিফল্ট হয়ে যেতে পারে ৷ ডিফল্ট হওয়ার পর অ্যাকাউন্ট অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত সুদ মিলবে না ৷ তবে এবার নিয়মে বদল করা হয়েছে ৷ এবার থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত জমা টাকার উপরে সুদ মিলবে ৷
advertisement
এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল তাতে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট হোল্ডারের মেয়ের বয়স ১০ বছর হওয়ার পর সে নিজেই অ্যাকাউন্ট অপারেট করতে পারবে ৷ তবে এবার থেকে মেয়ের বয়স ১৮ বছর হওয়ার পরই অ্যাকাউন্ট অপারেট করার অধিকার মিলবে ৷ তার আগে মেয়ের অভিভাবকরা এই অ্যাকাউন্ট অপারেট করতে পারবেন ৷
advertisement
অ্যাকাউন্ট বন্ধ হওয়ার নিয়মে বদল
আগের নিয়ম অনুযায়ী, কোনও কারণের জেরে মেয়ের মৃত্যু হলে বা ঠিকানা বদল করার ক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ করা যেত ৷ তবে এবার নতুন নিয়ম অনুযায়ী, প্রাণঘাতি রোগের ক্ষেত্রেও অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন ৷ আবার অভিভাবকের মৃত্যু হলে অ্যাকাউন্ট ম্যাচিউরিটির আগে বন্ধ করা যেতে পারে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 27, 2022 1:31 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Sukanya Samiriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়মে বড় বদল! এবার তিন মেয়ের জন্য পেতে পারেন মোটা টাকার ফান্ড