Bank Holidays : এখুনি সেরে রাখুন ব্যাঙ্কের কাজ, অগাস্টে অর্ধেক মাস বন্ধ থাকবে ব্যাঙ্ক

Last Updated:

Bank Holidays : দেখে নিন অগাস্ট মাসে ব্যাঙ্কের ছুটির পুরো লিস্ট-

#নয়াদিল্লি: অগাস্ট মাসে বেশ অনেকদিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ আগামী মাসে রয়েছে রাখি বন্ধন (Rakshabandhan 2022), জন্মাষ্ঠমী (Janmashtami 2022) ও গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2022) এবং পারসি নববর্ষের মতো বড় উৎসব ৷ এছাড়াও রয়েছে স্বাধীনতা দিবস ৷ ফলে বেশ অনেকদিনই ছুটি থাকতে চলেছে ব্যাঙ্কিং কর্মীদের ৷ অগাস্টের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে ছুটির লিস্ট জারি করে দেওয়া হয়েছে ৷
আগামী মাসে শনিবার ও রবিবারের ছুটি মিলিয়ে মোট ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ আপনার ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজ থাকলে অগাস্ট মাসের ছুটির লিস্ট দেখে নিন ৷ না হলে ব্যাঙ্কে গিয়ে ফিরে আসতে হতে পারে ৷
advertisement
advertisement
রাজ্যর হিসেবে ছুটি -
এই সমস্ত ছুটি সব রাজ্যের জন্য লাগু নয় ৷ RBI এর অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া ছুটির লিস্ট (Bank Holidays List 2022) অনুযায়ী, বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা উৎসব ও গুরুত্বপূর্ণ দিন হিসেবে ব্যাঙ্কের ছুটি হয়ে থাকে ৷ তাই সেক্ষেত্রে সব রাজ্যে ১৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক এমনটা নয় ৷
advertisement
দেখে নিন ছুটির পুরো লিস্ট
  • ১ অগাস্ট ২০২২- গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্ক
  • ৭ অগাস্ট ২০২২- রবিবার
  • ৮ অগাস্ট ২০২২- জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
  • ৯ অগাস্ট ২০২২- চন্ডীগড়, গুয়াহাটি, ইম্ফল, দেরাদুন, সিমলা, তিরুঅন্ততপুরম, ভুবনেশ্বর, জম্মু, পানাজি, শিলং ছাড়া গোটা দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক
  • ১১ অগাস্ট ২০২২- রাখিবন্ধন (আহমেদাবাদ, ভোপাল, দেরাদুন, জয়পুর, সিমলাতে বন্ধ থাকবে ব্যাঙ্ক )
  • ১২ অগাস্ট ২০২২- (কানপুর-লখনউতে বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজ )
  • ১৩ অগাস্ট ২০২২- দ্বিতীয় শনিবার
  • ১৪ অগাস্ট ২০২২- রবিবার
  • ১৫ অগাস্ট ২০২২- স্বাধীনতা দিবস
  • ১৬ অগাস্ট ২০২২- পারসি নববর্ষ (মুম্বই ও নাগপুরে ছুটি থাকবে ব্যাঙ্ক)
  • ১৮ অগাস্ট ২০২২- জন্মাষ্ঠমী (ভুবনেশ্বর, কানপুর, দেরাদুন, লখনউতে ব্যাঙ্ক বন্ধ থাকবে )
  • ১৯ অগাস্ট ২০২২- আহমেদাবাদ, ভোপাল, চন্ডীগড়, চেন্নাই, গ্যাংটক, জয়পুর, জম্মু, পটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
  • ২০ অগাস্ট ২০২২- হায়দরাবাদে বন্ধ থাকবে ব্যাঙ্ক
  • ২১ অগাস্ট ২০২২- রবিবার
  • ২৮ অগাস্ট ২০২২- রবিবার
  • ২৯ অগাস্ট ২০২২- গুয়াহাটিতে ছুটি থাকবে ব্যাঙ্কের
  • ৩১ অগাস্ট ২০২২ গণেশ চতুর্থী (গুজরাট ও মহারাষ্ট্রে বন্ধ থাকবে ব্যাঙ্ক)
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays : এখুনি সেরে রাখুন ব্যাঙ্কের কাজ, অগাস্টে অর্ধেক মাস বন্ধ থাকবে ব্যাঙ্ক
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement