আর্থিক লেনদেনের রাশ থাক হাতে, জানুন অনলাইনে চেক পেমেন্ট বন্ধ করার উপায়!
- Published by:Debamoy Ghosh
Last Updated:
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই চেকের পেমেন্ট বন্ধ করা যায় এবং অনলাইনে চেক ক্যানসেল হওয়া বন্ধ করা যায় (Cheque Payment)।
#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) চেকের বিভিন্ন ধরনের সুবিধা নেওয়া সম্ভব অনলাইনে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই চেকের পেমেন্ট বন্ধ করা যায় এবং অনলাইনে চেক ক্যানসেল হওয়া বন্ধ করা যায়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেকের ক্ষেত্রে এক সুবিধা পেলেও অন্যান্য ব্যাঙ্কের চেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যামাউন্টের টাকা কাটা হয়ে থাকে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) চেকের পেমেন্ট বন্ধ করার উপায় -
স্টেপ ১ - প্রথমেই ভিজিট করতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে onlinesbi.com
advertisement
স্টেপ ২ - এরপর নেট ব্যাঙ্কিং করার জন্য লগইন করতে হবে। এর জন্য ব্যাঙ্কের তথ্য দিয়ে ক্যাপচা (Captcha) এন্টার করতে হবে। এরপর নিজেদের ওটিপি (OTP) এন্টার করতে হবে।
advertisement
স্টেপ ৩ - এরপর হোম পেজে গিয়ে ক্লিক করতে হবে রিকোয়েস্ট অ্যান্ড এনকয়ারি (Request & Enquiries)।
স্টেপ ৪ - এরপর ক্লিক করতে হবে স্টপ পেমেন্ট মেনুতে।
স্টেপ ৫ - এরপর নিজেদের সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। নিজেদের চেক বইয়ের শুরুর চেক নম্বর এবং শেষের চেক নম্বর দিতে হবে।
advertisement
স্টেপ ৬ - এরপর সিলেক্ট করতে হবে চেক টাইপ। এরপর ড্রপ ডাউন করে কারণ দিতে হবে।
স্টেপ ৭ - এরপর টার্ম এবং কন্ডিশন আইকনে (Term & Condition) টিক দিতে হবে।
স্টেপ ৮- এরপর সাবমিট (Submit) অপশনে ক্লিক করতে হবে।
অনলাইনে চেক ক্যানসেল বন্ধ করার উপায় -
স্টেপ ১ - প্রথমেই ভিজিট করতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে onlinesbi.com
advertisement
স্টেপ ২ - এরপর নেট ব্যাঙ্কিং করার জন্য লগইন করতে হবে। এর জন্য ব্যাঙ্কের তথ্য দিয়ে ক্যাপচা (Captcha) এন্টার করতে হবে। এরপর নিজেদের ওটিপি (OTP) এন্টার করতে হবে।
স্টেপ ৩ - এরপর হোম পেজে গিয়ে ক্লিক করতে হবে রিকোয়েস্ট অ্যান্ড এনকয়ারি (Request & Enquiries)।
advertisement
স্টেপ ৪ - এরপর মেনুতে গিয়ে ক্লিক করতে হবে রিভোক স্টপ পেমেন্ট ইন্সট্রাকশন (Revoke Stop Payment Instruction) ট্যাব।
স্টেপ ৫ - এরপর সিলেক্ট করতে হবে নিজেদের অ্যাকাউন্ট রিলেটেড চেক।
স্টেপ ৬ - এরপর নিজেদের সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। নিজেদের চেক বইয়ের শুরুর চেক নম্বর এবং শেষের চেক নম্বর।
স্টেপ ৭ - এরপর সাবমিট (Submit) অপশনে ক্লিক করতে হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2022 9:56 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আর্থিক লেনদেনের রাশ থাক হাতে, জানুন অনলাইনে চেক পেমেন্ট বন্ধ করার উপায়!