Education Loan: শিক্ষা ঋণে ছাত্রীদের জন্য সুদের হারে ছাড়, জানুন বিস্তারিত!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
বেশ কিছু ব্যাঙ্কের এডুকেশন লোনে শুধুমাত্র ছাত্রীদের জন্য সুদের হার কম হয়।
#নয়াদিল্লি: কথায় আছে তরোয়ালের চেয়ে কলমের শক্তি বেশি। আর কলমকে ধারালো করতে প্রয়োজন শিক্ষার আলো। শিক্ষা হল একমাত্র অস্ত্র যা মানুষের যে কোনও স্বপ্ন পূরণ করতে পারে। কিন্তু বর্তমানে শিক্ষার খরচ এত বেশি বেড়ে গিয়েছে যে স্কুল এবং কলেজের ফি প্রদান করতে হিমশিম খেয়ে যায় অভিভাবকরা। এই পরিস্থিতিতে ফুল টাইম, পার্ট টাইম বা এক-দুই বছরের কোর্সের খরচ বহন করাও মুশকিল হয়ে যায়। তবে ইচ্ছে থাকলে সব সমস্যার সমাধান পাওয়া যায়। একবারে অনেক টাকা দিতে অসুবিধা হলে শিক্ষা লোনের (Education Loan) মাধ্যমে ঋণ নিয়ে শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারে।
প্রায় সমস্ত ব্যাঙ্কই পড়ুয়াদের জন্য শিক্ষা ঋণের সুবিধা প্রদান করে এবং সুদের হার প্রত্যেক ব্যাঙ্কের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। এছাড়া শিক্ষার ধরণ, দেশীয় বা আন্তর্জাতিক কোর্স এবং অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে সুদের হার পরিবর্তন হয়। যেমন বেশ কিছু ব্যাঙ্কের এডুকেশন লোনে শুধুমাত্র ছাত্রীদের জন্য সুদের হার কম হয়।
advertisement
advertisement
শিক্ষাক্ষেত্রে মেয়েরাও ছেলেদের চেয়ে কোনও অংশ কম নিয়ে তা বহুবার প্রমাণিত হয়েছে। তবুও অনেক ক্ষেত্রে দেখা যায় পারিবারিক আর্থিক টানাপোড়েন এবং পরিস্থিতির চাপে অনেক মেধাবী ছাত্রী পড়াশুনা ছেড়ে দিতে বাধ্য হয়। এই কারণে সরকার অনেকদিন ধরেই মেয়েদের শিক্ষার অধিকারকে সুরক্ষিত করার চেষ্টা করছে। শিক্ষাক্ষেত্রে মেয়েদের অগ্রগতির জন্য সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেছে। এই প্রকল্পের অধীনে, উচ্চশিক্ষা লাভে আগ্রহী ছাত্রীদের শিক্ষা ঋণে ছাড় দেওয়া হবে। তারা এডুকেশন লোনে ছাত্রদের তুলনায় সুদের হারে ০.৫০% ছাড় পাবে। অর্থাৎ, ছাত্রদের জন্য সুদের বার্ষিক সুদের হার ৭% হলে ছাত্রীদের ক্ষেত্রে তা ৬.৫০% হবে।
advertisement
প্রথম সারির ব্যাঙ্কগুলির শিক্ষা ঋণে সুদের হার কত?
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI লোন স্কিম - ৮.৬৫%
- কানাড়া ব্যাঙ্ক বিদ্যা সাগর স্কিম (৭.৫ লক্ষ টাকার ওপরে) - ৮.০০%
- কানাড়া ব্যাঙ্ক বিদ্যা শক্তি স্কিম (সর্বোচ্চ ৭.৫ লক্ষ টাঁকা) - ৬.৪০%
- ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এডুকেশন লোন (৭.৫ লক্ষ টাকার ওপরে) - ৯.২৫%
- PNB সরস্বতী, PNB উড়ান (১০ লক্ষ টাকা পর্যন্ত) - ৯.৭৫%
- PNB কৌশল লোন (১.৫০ লক্ষ টাকা পর্যন্ত) - ৮.৫০%
- ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র মডেল শিক্ষা ঋণ প্রকল্প (৭.৫ লক্ষ টাকার ওপরে) - ৭.৯৫%
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 14, 2021 8:42 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Education Loan: শিক্ষা ঋণে ছাত্রীদের জন্য সুদের হারে ছাড়, জানুন বিস্তারিত!