#নয়াদিল্লি: কথায় আছে তরোয়ালের চেয়ে কলমের শক্তি বেশি। আর কলমকে ধারালো করতে প্রয়োজন শিক্ষার আলো। শিক্ষা হল একমাত্র অস্ত্র যা মানুষের যে কোনও স্বপ্ন পূরণ করতে পারে। কিন্তু বর্তমানে শিক্ষার খরচ এত বেশি বেড়ে গিয়েছে যে স্কুল এবং কলেজের ফি প্রদান করতে হিমশিম খেয়ে যায় অভিভাবকরা। এই পরিস্থিতিতে ফুল টাইম, পার্ট টাইম বা এক-দুই বছরের কোর্সের খরচ বহন করাও মুশকিল হয়ে যায়। তবে ইচ্ছে থাকলে সব সমস্যার সমাধান পাওয়া যায়। একবারে অনেক টাকা দিতে অসুবিধা হলে শিক্ষা লোনের (Education Loan) মাধ্যমে ঋণ নিয়ে শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারে।
আরও পড়ুন: গ্রাহকদের সতর্ক করল PNB! সাইবার ক্রাইম থেকে বাঁচতে কী পদক্ষেপ নেওয়া উচিত?
প্রায় সমস্ত ব্যাঙ্কই পড়ুয়াদের জন্য শিক্ষা ঋণের সুবিধা প্রদান করে এবং সুদের হার প্রত্যেক ব্যাঙ্কের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। এছাড়া শিক্ষার ধরণ, দেশীয় বা আন্তর্জাতিক কোর্স এবং অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে সুদের হার পরিবর্তন হয়। যেমন বেশ কিছু ব্যাঙ্কের এডুকেশন লোনে শুধুমাত্র ছাত্রীদের জন্য সুদের হার কম হয়।
আরও পড়ুন: সাধারনের জন্য স্বস্তি! দেখে নিন আজকে কত হল পেট্রোল ও ডিজেলের দাম....
শিক্ষাক্ষেত্রে মেয়েরাও ছেলেদের চেয়ে কোনও অংশ কম নিয়ে তা বহুবার প্রমাণিত হয়েছে। তবুও অনেক ক্ষেত্রে দেখা যায় পারিবারিক আর্থিক টানাপোড়েন এবং পরিস্থিতির চাপে অনেক মেধাবী ছাত্রী পড়াশুনা ছেড়ে দিতে বাধ্য হয়। এই কারণে সরকার অনেকদিন ধরেই মেয়েদের শিক্ষার অধিকারকে সুরক্ষিত করার চেষ্টা করছে। শিক্ষাক্ষেত্রে মেয়েদের অগ্রগতির জন্য সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেছে। এই প্রকল্পের অধীনে, উচ্চশিক্ষা লাভে আগ্রহী ছাত্রীদের শিক্ষা ঋণে ছাড় দেওয়া হবে। তারা এডুকেশন লোনে ছাত্রদের তুলনায় সুদের হারে ০.৫০% ছাড় পাবে। অর্থাৎ, ছাত্রদের জন্য সুদের বার্ষিক সুদের হার ৭% হলে ছাত্রীদের ক্ষেত্রে তা ৬.৫০% হবে।
আরও পড়ুন: কোনও ব্যক্তির মৃত্যুর পর কী হয় তার ব্যাঙ্কের টাকার? সেই টাকার আসল মালিক কে?
প্রথম সারির ব্যাঙ্কগুলির শিক্ষা ঋণে সুদের হার কত?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Education Loan, Interest rate