Bhopal police serves notice to Amazon: জাতীয় পতাকার অবমাননা! অ্যামাজনকে নোটিস পাঠাল ভোপাল পুলিশ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Bhopal police serves notice to Amazon: পাশাপাশি সেইসমস্ত বিক্রেতাদের বিরুদ্ধেও FIR দায়ের করা হয়েছে, যারা এই ধরনের ভারতের জাতীয় পতাকার রঙের জুতো, কফি মাগ, টি-শার্ট ই-কমার্সের পোর্টালের মাধ্যমে বিক্রি করছিল ৷
ভোপাল: জাতীয় পতাকার অবমাননা করে জিনিস বিক্রি করার অভিযোগে এবার ই-কমার্স সংস্থা অ্যামজনের (Amazon) কাছে নোটিস পাঠাল ভোপাল পুলিশ (Bhopal Police) ৷ পাশাপাশি সেইসমস্ত বিক্রেতাদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে, যারা এই ধরনের ভারতের জাতীয় পতাকার রঙের জুতো, কফি মাগ, টি-শার্ট ই-কমার্সের পোর্টালের মাধ্যমে বিক্রি করছিল ৷ এমনটাই জানিয়েছেন ভোপাল পুলিশ কমিশনার মাকরান্দ দিউস্কার (Bhopal police serves notice to Amazon in an Insult to National Emblems case and files FIR against sellers) ৷
এর আগে ভারতের জাতীয় পতাকার অবমাননার অভিযোগে অ্যামাজন (Amazon Boycott) বয়কটের ডাক উঠেছিল ট্যুইটারে। ভারতের জাতীয় পতাকার তিনটি রঙ পতাকার ক্রমে ব্যবহার করা বা প্রতীক ব্যবহার করার বিষয়ে নির্দিষ্ট কয়েকটি নিয়ম মানতে হয়। এ ভাবে কখনও জাতীর গর্ব পতাকার রঙ বা প্রতীক ব্যবহার করে জামা, মাস্ক, বা চকোলেটের প্যাকিং তৈরি করা যায় না। এমনকী, পতাকার নির্দিষ্ট আকার, রঙের বিন্যাস, ইত্যাদি কিছুই ওভাবে বদলে জামাকাপড়ে ব্যবহার করা সংবিধান বিরুদ্ধে। তা সত্ত্বেও এই বহুজাতিক সংস্থা ভারতের জাতীয় পতাকার এক কথায় অবমাননার প্রচার করছে নিজেদের ই-কমার্স সাইটে (Amazon Boycott)।
advertisement
advertisement
Bhopal police serves notice to online shopping platform #Amazon & files FIR against sellers who were selling products with #Tricolour imprint under Prevention of Insult to National Emblems Act: Makrand Deuskar, @CP_Bhopal@News18India @CNNnews18 pic.twitter.com/GWhEAIhGal
— Manoj Sharma (@ManojSharmaBpl) January 26, 2022
advertisement
জাতীয় পতাকা (National Flag Of India) ব্যবহার করা হচ্ছে চকোলেটের প্যাকেজিংয়ে, জামায়, মাস্কে, যা জাতীয় পতাকার অপমান। সেই কথাই উঠে এসেছে নেটিজেনদের কথায়। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরেই ট্রেন্ড করছে #Amazon_Insults_National_Flag।
Cheap method of increasing sale and this will not increase the patriotism of the citizens of India but this will be derogatory and such practices must be stopped forthwith.#Amazon_Insults_National_Flag @Mohan_HJS @Gp_hjs pic.twitter.com/qZa2VtTbnG
— Ravichandra B M (@RavichandraBM7) January 24, 2022
advertisement
ভারতের জাতীয় পতাকা আইন (২০০২) অনুসারে পতাকার কোনও অংশ কোনও উর্দি বা পোশাকে ব্যবহার করা যায় না। কোনও বাক্স, বালিশ, রুমাল, ন্যাপকিনেও এটি ছাপানো দণ্ডনীয় অপরাধ। যদিও এটা স্পষ্ট নয়, তেরঙার ব্যবহার ঠিক কী ভাবে করলে তা শাস্তির আওতায় পড়ে, বা পড়ে না। এ নিয়ে যথেষ্ট ঝামেলার মধ্যে পড়তে হয়েছে অ্যামাজনকে। অনেকেই এটাকে বিক্রি বাড়ানোর কৌশল বলে আক্রমণ করেছেন অ্যামাজনকে।
advertisement
তবে ছবির মধ্যে সবকটিই অ্যামাজনে (Amazon Boycott) পাওয়া গিয়েছে এমন নয়। তবে পাওয়া গিয়েছ বেশ কয়েকটি মাস্ক, জামার ছবি, যেগুলিতে আইনের বাইরে গিয়ে তেরঙা ব্যবহার করা হয়েছে। বেশিরভাগই ভারতের একটি ক্রীড়া সামগ্রী বিক্রয়কারী সংস্থার তৈরি। ট্যুইটারে অবশ্য অনেকেই অনেক ছবি পোস্ট করছেন, তবে সেগুলি সবকটি অ্যামাজনের নয়। আবার অনেকগুলি প্রডাক্টই অ্যামাজনে বিক্রি হচ্ছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 26, 2022 4:03 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bhopal police serves notice to Amazon: জাতীয় পতাকার অবমাননা! অ্যামাজনকে নোটিস পাঠাল ভোপাল পুলিশ
