PM Modi greetings to Jonty Rhodes: প্রজাতন্ত্র দিবসে জন্টি রোডস ও ক্রিস গেইলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি, কিন্তু কেন?

Last Updated:

PM Modi extends personal greetings to Jonty Rhodes and Chris Gayle: হঠাৎ দুই বিদেশি ক্রিকেটারকে ভারতের প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ! আসলে এই দুই ক্রিকেটারের ভারতের প্রতি ভালোবাসা প্রবল ৷

File Photo
File Photo
নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানালেন জন্টি রোডস (Jonty Rhodes) এবং ক্রিস গেইলকে (Chris Gayle) ৷ কিন্তু কেন ? হঠাৎ দুই বিদেশি ক্রিকেটারকে ভারতের প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ! আসলে এই দুই ক্রিকেটারের ভারতের প্রতি ভালোবাসা প্রবল ৷ নিজের মেয়ের নামও জন্টি রেখেছেন ‘ইন্ডিয়া’ ৷ আর তার জন্যই প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানালেন তাঁদের ৷ নরেন্দ্র মোদির চিঠি পেয়ে স্বভাবতই খুশি ক্রিকেটাররা ৷ ট্যুইট করে তাঁরা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi extends personal greetings to Jonty Rhodes and Chris Gayle) ৷
জন্টি রোডসদের ভারত প্রেমকে সম্মান জানাতেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই শুভেচ্ছা পত্র গিয়েছে তাঁদের কাছে ৷ জন্টিকে পাঠানো চিঠিতে লেখা রয়েছে, ‘‘আপনাকে ভারতের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। এ বারের ২৬ জানুয়ারি ভারতের জন্য বিশেষ, কারণ স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে। ভারতের প্রতি আপনার ভালোবাসা সম্পর্কে আমরা অবগত। নিজের মেয়ের নামও আপনি ভারতের নামে রেখেছেন। দুই দেশের ভালো সম্পর্কের দূত আপনি।’’
advertisement
advertisement
advertisement
চিঠির ছবি-সহ ট্যুইট করে জন্টি রোডস লেখেন, ‘ধন্যবাদ নরেন্দ্র মোদি। যত বার ভারতে গিয়েছি, তত বার নিজেকে নতুন ভাবে চিনেছি। ভারতের সঙ্গে আমার গোটা পরিবার প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন করছে। সংবিধান, দেশের মানুষের অধিকার রক্ষার গুরুত্বকে আমার সম্মান ৷’
advertisement
advertisement
জন্টির পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির চিঠি পেয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ক্রিস গেইলও ৷ তিনিও ট্যুইট করে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাতে ভোলেননি ৷ ট্যুইটারে গেইল লেখেন, ‘‘ভারতকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। সকালে ঘুম থেকে উঠেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা পেয়েছি। তিনি উল্লেখ করেছেন ভারতের সঙ্গে আমার সম্পর্কের কথা। ইউনিভার্স বসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা।’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
PM Modi greetings to Jonty Rhodes: প্রজাতন্ত্র দিবসে জন্টি রোডস ও ক্রিস গেইলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি, কিন্তু কেন?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement