Republic Day 2022: রাজ্যের কুচকাওয়াজে 'জয়তু নেতাজি' লেখা ট্যাবলোই আকর্ষণের কেন্দ্রে

Last Updated:

Netaji Tableau showcased in Kolkata Republic day 2022: নেতাজিকে শ্রদ্ধা জানাতেই এই ট্যাবলো তৈরি করা হয়েছে। সুভাষচন্দ্রের জীবন এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকাই এদিন প্রদর্শিত হয়েছে রেড রোডে ৷

Photo: Twitter
Photo: Twitter
#কলকাতা: আজ, বুধবার প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2022) দিন দিল্লির কুচকাওয়াজে অংশগ্রহণ করতে না পারলেও নেতাজির ট্যাবলো প্রদর্শিত হল রাজ্যের রেড রোডের কুচকাওয়াজে (Republic Day 2022)। নেতাজি বিষয়ক ট্যাবলো ছাড়াও পুলিশের একটি ট্যাবলোও ছিল এ বারের কুচকাওয়াজে। যেখানে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর উল্লেখ দেখা যায়।
রেড রোডে বুধবার ৩০-৩৫ মিনিটের অনুষ্ঠান হয় (Republic Day 2022)। করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠান ছোট করে আয়োজন করা হয়। নেতাজিকে শ্রদ্ধা জানাতেই এই ট্যাবলো তৈরি করা হয়েছে। সুভাষচন্দ্রের জীবন এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকাই এদিন প্রদর্শিত হয়েছে রেড রোডে ৷
Photo: Twitter Photo: Twitter
advertisement
advertisement
advertisement
এই ট্যাবলো ৫২ ফুট লম্বা, ১১ ফুট চওড়া, ১৬ ফুট উঁচু । ট্যাবলোতে নেতাজি সুভাষচন্দ্র বসুর দুটি মূর্তি দেখা যায়। ট্যাবলোর সামনের মূর্তি ‘দিল্লি চলো’র ভঙ্গিমায় রাখা হয়েছিল। এ ছাড়া ছিল দুটি এলইডি দেওয়াল। এর মধ্যে নেতাজির (Netaji) জীবন সংগ্রাম ও আইএনএ নিয়ে তথ্যচিত্র দেখা যায়। এ ছাড়া ছাত্র-ছাত্রীদের অনুষ্ঠানের ব্যবস্থাও ছিল। চলতি বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তী। পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দফতরের ট্যাবলো হিসাবে এদিন এটি প্রদর্শিত হয়। এ ছাড়া ট্যাবলোতে রয়েছে একাধিক মণীষীর ছবি। ‘জয়তু নেতাজি’ এই শীর্ষকে বুধবার ট্যাবলো প্রদর্শিত হয় কলকাতার রেড রোডে ৷
advertisement
প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো নিয়ে প্রথম থেকেই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে কার্যত একটি বিরোধের পরিস্থিতি তৈরি হয়। ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত বিবেচনা করার আবেদন জানান মুখ্যমন্ত্রী। তিনি চিঠিতে লেখেন, এ ভাবে বাংলার ট্যাবলো বাতিল হয়ে যাওয়ার কারণে বাংলার মানুষ দুঃখ পেয়েছেন। অন্যদিকে পাল্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়ে দেন, ইচ্ছা করে কোনও ট্যাবলো বাতিল করা হয়নি। ট্যাবলো নির্ধারণ করার কয়েকটি নিয়ম আছে। সেই নিয়ম মেনেই সবটা ঠিক করা হয়েছে। ট্যাবলো নির্বাচন করে বিশেষজ্ঞ কমিটি। এ বারেও প্রস্তাবিত মোট ৫৬টি ট্যাবলোর মধ্যে থেকে ২১টি ট্যাবলো নির্বাচন করেছে কমিটি। তার মধ্যে বাংলা নেই। এর মধ্যে রাজনীতির রং দিতেও নিষেধ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
advertisement
দেশের প্রতিরক্ষা মন্ত্রীও ট্যাবলো নিয়ে চিঠি লেখেন রাজ্যকে। কেন্দ্রের তরফ থেকে ট্যাবলো বাদ দেওয়ার এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুধু পশ্চিমবঙ্গ নয়, বিরোধিতায় সুর চড়ায় তামিলনাড়ু, কেরলও। ট্যুইট করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনিও ট্যাবলো বাদ পড়ার বিষয়ে তীব্র প্রতিবাদ করেন। সব মিলিয়ে পরিস্থিতি যখন আরও ঘোরাল হয়ে ওঠে, তখনই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যের কুচকাওয়াজে থাকবে নেতাজির ট্যাবলো।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Republic Day 2022: রাজ্যের কুচকাওয়াজে 'জয়তু নেতাজি' লেখা ট্যাবলোই আকর্ষণের কেন্দ্রে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement