Jairam Ramesh Tweet: বুদ্ধদেব ভট্টাচার্য ‘গোলাম’ নন, তিনি ‘আজাদ’ থাকতে চান, কাকে বিঁধলেন জয়রাম রমেশ ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Jairam Ramesh's tweet on Padma award to Ghulam Nabi Azad: বুদ্ধবাবুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশের ট্যুইট ৷
নয়াদিল্লি: মোদি সরকারের দেওয়া পদ্মভূষণ সম্মানকে প্রত্যাখান করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য ৷ বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য তাঁর এই সিদ্ধান্তের কথা জানানোর পর বুদ্ধদেব ভট্টাচার্য নিজেও মঙ্গলবার রাতে বিবৃতি দিয়ে জানান, ‘‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এ নিয়ে কেউ কিছু বলেননি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে, তা হলে আমি তা প্রত্যাখ্যান করছি (Jairam Ramesh Tweet) )।’’
বুদ্ধবাবুর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে নিজের দলের নেতা গুলাম নবি আজাদকে ট্যুইটে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ তিনি ট্যুইট করেন, ‘‘সঠিক সিদ্ধান্ত ৷ উনি গোলাম নয়, আজাদ থাকতে চান (Jairam Ramesh Tweet) ৷ ’’
advertisement
advertisement
প্রজাতন্ত্র দিবসের আগের দিন প্রথামতোই পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশিত হয়েছে ৷ পদ্মভূষণ প্রাপকদের তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদেরও।
Right thing to do. He wants to be Azad not Ghulam. https://t.co/iMWF00S9Ib
— Jairam Ramesh (@Jairam_Ramesh) January 25, 2022
advertisement
কংগ্রেসের প্রবীণ নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদকেও পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হবে বলে ঘোষণা করেছে কেন্দ্র ৷ যে ২৩ জন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা দলের কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে সংগঠনকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছিলেন, সেই দলে ছিলেন গুলাম নবি আজাদও ৷ বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্ম পুরস্কার প্রত্যাখ্যানের প্রশংসা করতে গিয়ে রমেশ যে বাছাই করা শব্দের ব্যবহার করেছেন, তাতেই কার্যত স্পষ্ট তিনি আসলে কী বলতে চেয়েছেন ৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রশংসা করার পাশাপাশি গুলাম নবি আজাদকে পদ্ম পুরস্কার গ্রহণের জন্য বিঁধতে চেয়েছেন জয়রাম রমেশ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 26, 2022 10:03 AM IST