SIP: এসআইপি না কি থোক টাকা! বিনিয়োগের জন্য কোনটা ভালো?

Last Updated:

বুঝে নেওয়া যাক এসআইপি (SIP) না কি থোক টাকা (Lumpsum) বিনিয়োগ, কোনটা পকেট ভরাবে বিনিয়োগকারীদের!

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: করোনার (Covid 19) জেরে অর্থনীতির কোমর ভেঙে গিয়েছে। তার রেশ কাটার আগেই ইউক্রেন-রাশিয়ার (Ukraine Russia War)যুদ্ধ পরিস্থিতি। বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই। ভারতের বাজারেও এর প্রভাব পড়েছে। আঁচ এসে লেগেছে শেয়ার মার্কেটেও (Share Market)। এই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কীভাবে বিনিয়োগ (Investment)করলে লাভজনক হবে, সেটাই ভাবছেন বিনিয়োগকারীরা। এই আবহে বুঝে নেওয়া যাক এসআইপি (SIP) না কি থোক টাকা (Lumpsum) বিনিয়োগ, কোনটা পকেট ভরাবে বিনিয়োগকারীদের!
বর্তমান বাজার
ইউক্রেন এবং রাশিয়ার মত উন্নত দেশের মধ্যে এই অস্থিরতা বাজারে খুব খারাপ প্রভাব ফেলবে। গোল্ডম্যান স্যাকসের মতে, ইউক্রেন সঙ্কট গত শুক্রবারের তুলনায় মার্কিন স্টককে আরও ৬ শতাংশ নিচে ঠেলে দিতে পারে। ইউরোপ এবং জাপানে আরও খারাপ পরিস্থিতি হবে। নাসডাক-সহ মার্কিন বাজারের তীব্র পতনের আগুন ভারতীয় বাজারেও পৌঁছচ্ছে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে, বিএসই তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন ৯.১ লক্ষ কোটি টাকা হ্রাস পেয়েছে। ১৬ ফেব্রুয়ারি থেকে বাজার স্থিতিশীল পতনের সাক্ষী রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে ভারতীয় শেয়ারবাজারের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
advertisement
advertisement
কম কেনা এবং উচ্চ হারে বিক্রি, থোক টাকা বিনিয়োগের এটাই মূল নীতি। বাজারের মতিগতি যাঁরা ভালো বোঝেন তাঁদের জন্য এই ধরনের বিনিয়োগ আদর্শ। সরাসরি ইক্যুইটি বা ইক্যুইটি সংক্রান্ত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন নিশ্চিত করতে তাঁদের কোনও অসুবিধা হয় না। সন্তানের শিক্ষা বা অবসরকালীন তহবিলের জন্যই সাধারণত পাঁচ বছর, সাত বছর বা তার বেশি সময়ের জন্য থোক টাকা বিনিয়োগ করা হয়।
advertisement
তবে বাজারের মুড বোঝাটা জরুরি। একসঙ্গে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করলে খুব স্বাভাবিকভাবেই একটা উদ্বেগ থাকে। যদি বিনিয়োগকারী সরাসরি ইক্যুইটি বা ইক্যুইটি ফান্ডে একলপ্তে ১০ লাখ টাকা বিনিয়োগ করে দেন এবং তারপর যদি বাজার পড়ে যায়, তখন হতাশা গ্রাস করে। ফের অর্থ বিনিয়োগ করতেও কিছুটা দ্বিধা কাজ করে।
এসআইপি বনাম থোক টাকা (SIP vs Lumpsum)
advertisement
কম ঝুঁকির সঙ্গে কম বিনিয়োগে সর্বোচ্চ রিটার্ন পেতে চাইলে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের কোনও বিকল্প নেই। এটা ব্যাঙ্কের রেকারিং ডিপোজিটের মতো কাজ করে। প্রতি মাসে ব্যাঙ্কে জমা হওয়া অর্থের কিছু অংশ এসআইপি-তে বিনিয়োগ করা হয়। কিন্তু রিটার্ন আরডি স্কিমের চেয়ে অনেক বেশি। এতে বিনিয়োগের উপর সুদের চক্রবৃদ্ধি হারের সুবিধা মেলে। থোক অর্থ বিনিয়োগে একলপ্তে মোটা টাকা বের করতে হয়। কিন্তু এসআইপি-তে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক বা মাসিক কিস্তিতে টাকা জমা দেওয়া যায়। এটাই মূল পার্থক্য।
advertisement
আরও পড়ুন:  Mutual Fund SIP: মিউচুয়াল ফান্ডে দৈনিক ১০০ টাকার এসআইপি! গ্রাম ও মফঃস্বলের বাসিন্দাদের জন্য আকর্ষণীয় স্কিম!
এই জন্য বিশেষজ্ঞরা বলেন, যাঁরা বাজারের পালস বুঝতে পারেন একমাত্র তাঁরাই থোক টাকা বিনিয়োগ করে মোটা টাকা ঘরে তুলতে পারেন। কিন্তু যাঁরা বাজার সম্পর্কে অনভিজ্ঞ বা খুব একটা ওয়াকিবহাল নন তাঁদের জন্য এসআইপি-ই সবচেয়ে ভালো বিকল্প।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SIP: এসআইপি না কি থোক টাকা! বিনিয়োগের জন্য কোনটা ভালো?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement