Digital Currency: ডিজিটাল মুদ্রা কীভাবে লেনদেন করবেন, ইউপিআই-এর থেকে কোথায় আলাদা, জানুন বিশদে!

Last Updated:

Buisness: সরকারের পরিকল্পনা মতো ব্লকচেইন প্রযুক্তি (Blockchain Technology) ব্যবহার করেই সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি আনার কাজ চলছে জোরকদমে।

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: ১ ফেব্রুয়ারি বাজেট (Budget 2022) বক্তৃতায় ভারতের নিজস্ব ডিজিটাল মুদ্রা (Digital Currency) আনার ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। জানান, ২০২২-২৩ অর্থবর্ষেই এটা বাজারে চলে আসবে। আপাতত তার প্রস্তুতিতে ব্যস্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। সরকারের পরিকল্পনা মতো ব্লকচেইন প্রযুক্তি (Blockchain Technology) ব্যবহার করেই সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি আনার কাজ চলছে জোরকদমে।
আরও পড়ুন: FD Interest Rate: ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদের জন্য বড় সুখবর, FD-তে মিলবে বেশি সুদ
সিবিডিসি (CBDC) হল নগদ টাকার একটি ডিজিটাল আকার, যা দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক দ্বারা জারি করা আইনি টেন্ডার। এটি নগদ মুদ্রার মতই বিনিময়যোগ্য। আরবিআই-য়ের ডিজিটাল কারেন্সি, ফিয়াট মুদ্রার মতোই হবে বলে জানা গিয়েছে। ব্যবহারকারীর কাছে একটি মোবাইল অ্যাপ ও অনলাইন ওয়ালেট থাকলেই এই মুদ্রা লেনদেন করা যাবে। নগদ ১০০ টাকা ও ডিজিটাল ১০০ টাকার মধ্যে কোনও পার্থক্য থাকছে না। দু’টির মানই সমান। শুধু একটি নগদ ও একটি ডিজিটাল।
advertisement
ইউপিআই-এর বদলে ডিজিটাল মুদ্রা?
advertisement
এই মুহূর্তে সাধারণ মানুষ ডিজিটাল লেনদেনের জন্য ইউপিআই বা ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস ব্যবহার করেন। এখন ডিজিটাল মুদ্রা বাজারে চলে এলে, ইউপিআই-এর বদলে সিবিডিসি দিয়েই যাবতীয় ডিজিটাল লেনদেন করা যাবে। তবে কোথায় এটা ব্যবহার করা হবে, তা এখনও স্পষ্ট নয়। সবচেয়ে বড় প্রশ্ন হল, সিবিডিসি কীভাবে কাজ করবে এবং এটা কীভাবে ইউপিআই-এর থেকে আলাদা হবে?
advertisement
নগদের পরিবর্তে ব্যবহার
পিডব্লিউসি ইন্ডিয়ার পার্টনার এবং পেমেন্টস ট্রান্সফরমেশন লিডার মিহির গান্ধী বলছেন, ডিজিটাল কারেন্সি নিজেই একটা পেমেন্ট মোড। নগদের বদলে ডিজিটাল পেমেন্টের জন্য এটা ব্যবহার করা হতে পারে। এটুকু স্পষ্ট যে সিবিডিসি বাজারে এলে আর্থিক লেনদেন আরও সহজ এবং মসৃণ হবে। বর্তমানে কাগুজে নোটের সমমানের মাধ্যমে ডিজিটাল লেনদেন হয়।
advertisement
সাধারণ টাকার থেকে আলাদা নয়
ডিজিটাল মুদ্রা সাধারণ কাগুজে নোটের থেকে আলাদা নয়। এনইএফটি, ইউপিআই-এর মতো সাধারণ লেনদেনের জন্য এটা তাই অনায়াসে ব্যবহার করা যাবে। তবে ইউপিআই এমন একটি সিস্টেম যা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টকে একটি একক মোবাইল অ্যাপ্লিকেশনে (যেকোনও অংশগ্রহণকারী ব্যাঙ্কের), বিভিন্ন ব্যাঙ্কিং ফিচার্স, নিরবিচ্ছিন্ন তহবিল রাউটিং এবং মার্চেন্ট পেমেন্টকে একত্রিত করে। ফলে লেনদেনে কিছুটা বিলম্ব হয়। ডিজিটাল মুদ্রা সরাসরি আরবিআই-এর সঙ্গে লেনদেন করবে। তাই কাজ হবে সহজে এবং দ্রুত।
advertisement
ইলেকট্রনিক আকারে অ্যাকাউন্টে দেখা যাবে
ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে তৈরি হবে ডিজিটাল মুদ্রা। কাজ করবে সাধারণ নোটের মতোই। এমনকী কাগুজে নোটের সঙ্গে তা বিনিময়ও করা যাবে। কত ডিজিটাল মুদ্রা জমা আছে তা ইলেকট্রনিক আকারে গ্রাহকের অ্যাকাউন্টে দেখা যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Digital Currency: ডিজিটাল মুদ্রা কীভাবে লেনদেন করবেন, ইউপিআই-এর থেকে কোথায় আলাদা, জানুন বিশদে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement