#নয়াদিল্লি: ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) সম্প্রতি তাদের সুদের হার সংশোধন করেছে ৷ সাধারণত প্রবীণ নাগরিকরা জমা টাকার উপরে ০.৫০ শতাংশ বেশি সুদ পেয়ে থাকেন ৷
২৫ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে ফিক্সড ডিপোজিটে সুদের হার সংশোধন করেছে ব্যাঙ্ক অফ বরোদা ৷ এর জেরে এবার থেকে ৭দিন থেকে ১০ বছরের ম্যাচিউরিটির জন্য ২.৮০ শতাংশ থেকে ৫.২৫ শতাংশ সুদ পাবনে ৷
আরও পড়ুন: সোনার দামে বড় পতন! আজকের দাম জানলে চমকে যাবেন আপনিও ....
৭দিন থেকে ৪৫ দিনের এফডি-তে ব্যাঙ্ক অফ বরোদা ২.৮০ শতাংশ সুদ দিয়ে থাকে ৷ এবার ৪৬ দিন থেকে ১৮০ দিনের এফডি-তে মিলবে ৩.৭ শতাংশ এবং ১৮১ দিন থেকে ২৭০ দিনের এফডি-তে মিলবে ৪.৩০ শতাংশ সুদ ৷ ২৭১ দিন বা তার বেশি কিন্তু ১ বছরের কম এফডি-তে মিলবে ৪.৪ শতাংশ সুদ ৷
এক বছরের ফিক্সড ডিপোজিটে মিলবে ৫ শতাংশ সুদ ৷ ১ বছরের বেশি এবং তিন বছরের কম সময়ের এফডি-তে মিলবে ৫.১ শতাংশ সুদ ৷ ৩ বছরের বেশি এবং ৫ বছর সময়ের এফডি-তে মিলবে ৫.২৫ শতাংশ সুদ ৷ ৫ বছরের বেশি এবং ১০ বছরের মধ্যে ম্যাচিউর হওয়া এফডি-তে ব্যাঙ্ক অফ বরোদা দিচ্ছে ৫.২৫ শতাংশ সুদ ৷
আরও পড়ুন: ১১ তম কিস্তির টাকা পাবেন না এই কৃষকরা, চেক করে নিন লিস্টে আপনার নাম আছে তো?
ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের এফডি-তে বেশি সুদ দিয়ে থাকে ৷ ২ কোটি টাকার কম এফডি-তে আম জনতার থেকে প্রবীণ নাগরিকরা ০.৫০ শতাংশ বেশি সুদ পেয়ে থাকেন ৷
আরও পড়ুন: ২৮ ফেব্রুয়ারি থেকে বদলাতে চলেছে এই ব্যাঙ্কের IFSC কোড, চলবে না পুরনো চেক
বেসরকারি ব্যাঙ্ক দিচ্ছে বেশি সুদ
ছোট প্রাইভেট ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের তিন বছরের এফডি-তে ৭ শতাংশ হিসেবে সুদ দিয়ে থাকে ৷ এর মধ্যে বন্ধন ও ইয়েস ব্যাঙ্ক সামিল রয়েছে ৷ এই ব্যাঙ্কগুলিতে ৩ বছরের এফডি-তে বর্তমানে ৭ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৷ এখানে ১ লক্ষ টাকা ইনভেস্ট করলে তিন বছরে আপনার টাকা বেড়ে ১.২৩ লক্ষ টাকা হয়ে যাবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank interest rate, Bank Of Baroda