Bank Alert: ২৮ ফেব্রুয়ারি থেকে বদলাতে চলেছে এই ব্যাঙ্কের IFSC কোড, চলবে না পুরনো চেক

Last Updated:

Bank Alert: ব্যাঙ্ক তাদের গ্রাহকদের লেটার, মেসেজ ও ই-মেলের মাধ্যমে যা যা বদল করা হতে চলেছে সে বিষেয় জানিয়েছে ৷

#নয়াদিল্লি: লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের গ্রাহকদের জন্য অত্যন্ত জরুরি খবর ৷ ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া লিমিটেডের (DBIL) সঙ্গে সংযুক্তিকরণ হয়েছে লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের ৷ এর জেরে ২৮ ফেব্রুয়ারি থেকে লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের IFSC কোড বদলাতে চলেছে ৷ মার্চ থেকে লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের পুরনো চেক আর কাজ করবে না ৷
ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া লিমিটেডের (DBIL) সঙ্গে মার্জারের পর লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের (LVB) নামে ব্যাঙ্কের সমস্ত ব্র্যাঞ্চের IFSC ও MICR কোড বদলে যেতে চলেছে ৷ ২৮ ফেব্রুয়ারির পর পুরনো IFSC কোডের মাধ্যমে টাকা লেনদেন করা যাবে না ৷ ১ মার্চ থেকে NEFT/RTGS/IMPS এর মাধ্যমে টাকা লেনদেনের জন্য গ্রাহকদের নয়া DBS IFSC কোডের দরকার পড়বে না ৷
advertisement
advertisement
DBS Bank এর নোটিফিকেশন
ডিবিএস ব্যাঙ্কের তরফে এই বিষয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে ৷ ব্যাঙ্ক তাদের গ্রাহকদের লেটার, মেসেজ ও ই-মেলের মাধ্যমে যা যা বদল করা হতে চলেছে সে বিষেয় জানিয়েছে ৷ ব্যাঙ্কের শাখাগুলিতেও এই বিষয়ে জানানো হয়েছে ৷
advertisement
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, থার্ড পার্টির মাধ্যমে সমস্ত বর্তমান চেক ২৮ ফেব্রুয়ারির আগে নতুন চেকের সঙ্গে বদলাতে হবে ৷ ২৮ ফেব্রুয়ারির পর পুরনো MICR কোডের কোনও চেক স্বীকার করা হবে না ৷
নয়া IFSC কোড ও MICR কোডের পুরো ডিটেল www.lvbank.com/view-new-ifsc-details.aspx এ দেখা যেতে পারে ৷
advertisement
৯৪ বছর পুরনো লক্ষ্মী বিলাস ব্যাঙ্কের সঙ্গে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাঙ্কের ভারতীয় শাখার সঙ্গে মার্জ করা হয়েছে ৷ এই সংযুক্তিকরণ ২৭ নভেম্বর ২০২০ থেকে লাগু করা হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Alert: ২৮ ফেব্রুয়ারি থেকে বদলাতে চলেছে এই ব্যাঙ্কের IFSC কোড, চলবে না পুরনো চেক
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement