Bank License Cancelled: এবার এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI! জেনে নিন আপনার টাকার কী হবে....

Last Updated:

Bank License Cancelled: কী কারনে বাতিল করা হল ব্যাঙ্কের লাইসেন্স ?

#নয়াদিল্লি: আরও একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক ৷ মহারাষ্ট্রের মান্থা আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্কের (Mantha Urban Cooperative Bank) খারাপ আর্থিক পরিস্থিতির কারনে লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আরবিআই-এর তরফে বয়ানে জানানো হয়েছে, ১৬ ফেব্রুয়ারি ২০২২ ব্যাঙ্কের কাজ শেষ হওয়ার পর ব্যাঙ্কের পরিষেবার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷
এই কারনে বাতিল করা হয়েছে ব্যাঙ্কের লাইসেন্স -
কেন্দ্রীয় ব্যাঙ্ক তাদের বয়ানে জানিয়েছে, কো-অপারেটিভ কমিশনার এবং কো-অপারেটিভ সোসাইটিজের রেজিস্ট্রার মহারাষ্ট্র থেকে ব্যাঙ্ক বন্ধ করার এবং ব্যাঙ্কের জন্য একজন লিক্যুইডেটর নিয়োগ করার জন্য একটি আদেশ জারি করার জন্য অনুরোধ জানিয়েছিল । বয়ানে আরও জানানো হয়েছে যে আরবিআই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিয়েছে কারন ব্যাঙ্কের কাছে পর্যাপ্ত পুঁজি এবং ভবিষ্যতে আয় করার সম্ভাবনা নেই ৷
advertisement
advertisement
আরবিআই-এর তরফে আরও জানানো হয়েছে যে এই সিদ্ধান্ত অ্যাকাউন্ট হোল্ডারদের স্বার্থের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে ৷ বর্তমানে ব্যাঙ্কের যা পরিস্থিতি তাতে ডিপোজিটারদের টাকা দেওয়ার সামর্থ্য নেই ব্যাঙ্কের ৷ কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এরপরেও এই ব্যাঙ্কের পরিষেবা জারি রাখলে এর প্রভাব পড়তে চলেছে পাবলিক ইন্টারেস্টের উপরে ৷ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করায় ব্যাঙ্ক এবার থেকে না টাকা জমা নিতে পারবে না পেমেন্ট করতে পারবে ৷ সমস্ত পরিষেবা ব্যান করে দেওয়া হয়েছে ৷
advertisement
কী হবে আপনার টাকার ?
আরবিআই-এর তরফে বলা হয়েছে লিকিইডেশনে প্রতি ডিপোজিটার DICGC অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন (DICGC) থেকে ৫ লক্ষ টাকার মানিটরি সিলিংয়ে জমা সীমা পর্যন্ত ডিপোজিট ইনস্যুরেন্স ক্লেম করতে পারবেন ৷ RBI-এর তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের তরফে জমা ডেটা অনুযায়ী, ৯৯ শতাংশের বেশি ডিপোজিটার ডিআইসিজিসি থেকে নিজের ডিপোজিট থেকে পুরো টাকা পাওয়ার অধিকারী ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank License Cancelled: এবার এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI! জেনে নিন আপনার টাকার কী হবে....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement