Bank License Cancelled: এবার এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI! জেনে নিন আপনার টাকার কী হবে....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Bank License Cancelled: কী কারনে বাতিল করা হল ব্যাঙ্কের লাইসেন্স ?
#নয়াদিল্লি: আরও একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক ৷ মহারাষ্ট্রের মান্থা আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্কের (Mantha Urban Cooperative Bank) খারাপ আর্থিক পরিস্থিতির কারনে লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আরবিআই-এর তরফে বয়ানে জানানো হয়েছে, ১৬ ফেব্রুয়ারি ২০২২ ব্যাঙ্কের কাজ শেষ হওয়ার পর ব্যাঙ্কের পরিষেবার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷
এই কারনে বাতিল করা হয়েছে ব্যাঙ্কের লাইসেন্স -
কেন্দ্রীয় ব্যাঙ্ক তাদের বয়ানে জানিয়েছে, কো-অপারেটিভ কমিশনার এবং কো-অপারেটিভ সোসাইটিজের রেজিস্ট্রার মহারাষ্ট্র থেকে ব্যাঙ্ক বন্ধ করার এবং ব্যাঙ্কের জন্য একজন লিক্যুইডেটর নিয়োগ করার জন্য একটি আদেশ জারি করার জন্য অনুরোধ জানিয়েছিল । বয়ানে আরও জানানো হয়েছে যে আরবিআই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিয়েছে কারন ব্যাঙ্কের কাছে পর্যাপ্ত পুঁজি এবং ভবিষ্যতে আয় করার সম্ভাবনা নেই ৷
advertisement
advertisement
আরবিআই-এর তরফে আরও জানানো হয়েছে যে এই সিদ্ধান্ত অ্যাকাউন্ট হোল্ডারদের স্বার্থের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে ৷ বর্তমানে ব্যাঙ্কের যা পরিস্থিতি তাতে ডিপোজিটারদের টাকা দেওয়ার সামর্থ্য নেই ব্যাঙ্কের ৷ কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এরপরেও এই ব্যাঙ্কের পরিষেবা জারি রাখলে এর প্রভাব পড়তে চলেছে পাবলিক ইন্টারেস্টের উপরে ৷ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করায় ব্যাঙ্ক এবার থেকে না টাকা জমা নিতে পারবে না পেমেন্ট করতে পারবে ৷ সমস্ত পরিষেবা ব্যান করে দেওয়া হয়েছে ৷
advertisement
কী হবে আপনার টাকার ?
আরবিআই-এর তরফে বলা হয়েছে লিকিইডেশনে প্রতি ডিপোজিটার DICGC অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন (DICGC) থেকে ৫ লক্ষ টাকার মানিটরি সিলিংয়ে জমা সীমা পর্যন্ত ডিপোজিট ইনস্যুরেন্স ক্লেম করতে পারবেন ৷ RBI-এর তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের তরফে জমা ডেটা অনুযায়ী, ৯৯ শতাংশের বেশি ডিপোজিটার ডিআইসিজিসি থেকে নিজের ডিপোজিট থেকে পুরো টাকা পাওয়ার অধিকারী ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2022 4:25 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank License Cancelled: এবার এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI! জেনে নিন আপনার টাকার কী হবে....