#নয়াদিল্লি: খারাপ আবহাওয়া-সহ একাধিক কারনের জেরে ২৫ ফেব্রুয়ারি ভারতীয় রেল বিপুল সংখ্যক ট্রেন বাতিল করেছে ৷ রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার মোট ৩৬২টি ট্রেন বাতিল করা হয়েছে ৷
আরও পড়ুন: হু হু করে কমল গাড়ির দাম, এক ধাক্কায় ৫০ হাজার টাকাও ছাড় মিলছে
ট্রেন বাতিলের পাশাপাশি ৬টি ট্রেন রিসিডিউল (Reschedule) করা হয়েছে, ৩৭টি ট্রেনের রুট বদল করা হয়েছে ৷ এরকম পরিস্থিতিতে আপনার যাত্রার প্ল্যান থাকলে স্টেশনে যাওয়ার আগে অবশ্যই বাতিল ট্রেনের লিস্ট চেক করে নিন ৷ সাধারণত রিজার্ভড টিকিট বুকিং থাকলে বাতিল হওয়া ট্রেনের বিষয়ে যাত্রীদের মোবাইলে মেসেজ পাঠিয়ে দেওয়া হয় ৷ আপনার কাছে এরকম কোনও মেসেজ না এসে থাকলে অবশ্যই লিস্ট চেক করে নিতে পারবেন ৷
আরও পড়ুন: অফলাইন ব্যবসার জন্য অনলাইন গ্রাহক খুঁজছেন? মালামাল করবে এই ৫ প্ল্যাটফর্ম
এখানে চেক করে নিন বাতিল হওয়া ট্রেনের পুরো লিস্ট -
ভারতীয় রেলের তরফে প্রতিদিন একাধিক ট্রেন বাতিল করা হয় ৷ যাত্রা করার আগে রেলের হেল্পলাইন নম্বর 139 বা অফিশিয়াল ওয়েবসাইটে enquiry.indianrail.gov.in বাতিল ট্রেনের পুরো লিস্ট দেখতে পারবেন ৷ এছাড়া NTES মোবাইল অ্যাপের মাধ্যমেও বাতিল ট্রেনের লিস্ট দেখতে পারবেন ৷
আরও পড়ুন: মোটা টাকা লোন নেওয়ার পরে ঋণগ্রহীতার মৃত্যুতে টাকা শোধ করবে কে?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।