Trains Cancelled : আজ ৩৬২টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল, স্টেশনে পৌঁছনোর আগে দেখে নিন পুরো লিস্ট....

Last Updated:

Trains Cancelled : এখানে চেক করে নিন বাতিল হওয়া ট্রেনের পুরো লিস্ট -

#নয়াদিল্লি: খারাপ আবহাওয়া-সহ একাধিক কারনের জেরে ২৫ ফেব্রুয়ারি ভারতীয় রেল বিপুল সংখ্যক ট্রেন বাতিল করেছে ৷ রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার মোট ৩৬২টি ট্রেন বাতিল করা হয়েছে ৷
ট্রেন বাতিলের পাশাপাশি ৬টি ট্রেন রিসিডিউল (Reschedule) করা হয়েছে, ৩৭টি ট্রেনের রুট বদল করা হয়েছে ৷ এরকম পরিস্থিতিতে আপনার যাত্রার প্ল্যান থাকলে স্টেশনে যাওয়ার আগে অবশ্যই বাতিল ট্রেনের লিস্ট চেক করে নিন ৷ সাধারণত রিজার্ভড টিকিট বুকিং থাকলে বাতিল হওয়া ট্রেনের বিষয়ে যাত্রীদের মোবাইলে মেসেজ পাঠিয়ে দেওয়া হয় ৷ আপনার কাছে এরকম কোনও মেসেজ না এসে থাকলে অবশ্যই লিস্ট চেক করে নিতে পারবেন ৷
advertisement
advertisement
এখানে চেক করে নিন বাতিল হওয়া ট্রেনের পুরো লিস্ট -
ভারতীয় রেলের তরফে প্রতিদিন একাধিক ট্রেন বাতিল করা হয় ৷ যাত্রা করার আগে রেলের হেল্পলাইন নম্বর 139 বা অফিশিয়াল ওয়েবসাইটে enquiry.indianrail.gov.in বাতিল ট্রেনের পুরো লিস্ট দেখতে পারবেন ৷ এছাড়া NTES মোবাইল অ্যাপের মাধ্যমেও বাতিল ট্রেনের লিস্ট দেখতে পারবেন ৷
advertisement
  • প্রথমে enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে যেতে হবে
  • এরপর স্ক্রিনের ডান দিকের টপ প্যানেলে Exceptional Trains লেখা রয়েছে
  • এখানে ক্লিক করতেই আপনার কাছে একাধিক অপশন চলে আসবে ৷ এখানে একটি অপশন হচ্ছে বাতিল হওয়া ট্রেনের লিস্ট
  • বাতিল হওয়া ট্রেনের লিস্ট দেখার জন্য এখানে ক্লিক করতে হবে
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Trains Cancelled : আজ ৩৬২টি ট্রেন বাতিল করল ভারতীয় রেল, স্টেশনে পৌঁছনোর আগে দেখে নিন পুরো লিস্ট....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement