Russia Ukraine War effects: ভারতের উপরে ব্যাপক প্রভাব! মোবাইল-গাড়ি সহ একাধিক দ্রব্য আরও দামি হবে

Last Updated:

Russia Ukraine War effects: ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বেশিদিন দীর্ঘায়িত হলে বাড়তে পারে মোবাইল ফোনের দাম

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#কিভ: রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তবে সঙ্কট দেখা দিতে পারে ৷ প্রভাবিত হতে পারে ভারতও ৷ ভারতে ভোজ্য তেল, পেট্রোল মোবাইল ফোন-সহ বাইক বা কারের দাম বৃদ্ধি হতে পারে ৷ কেননা প্যালাডিয়ামের দাম বাড়তে পারে ৷ রাশিয়ায় প্রচুর পরিমাণে প্যালাডিয়াম পাওয়া  ৷ সারা পৃথিবীর মধ্যে ৪০ শতাংশ প্যালাডিয়ামই  রাশিয়ার ৷ প্যালাডিয়াম পেট্রোল এবং হাইব্রিড এক্সহস্টস, মোবাইল ফোন, ইলেকট্রিক ইকুইপমেন্ট, দাঁতের চিকিৎসা ও গয়নার ক্ষেত্রেও কাজে লাগে ৷
প্যালাডিয়াম গাড়ি প্রস্তুতে ব্যবহৃত হয় যাতে টক্সিক গ্যাসের পরিমাণ কমে যায় ৷ যেমন কার্বন মোনোক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড নির্গত করে ৷ প্যালাডিয়াম সেই সমস্ত গ্যাসকে অপেক্ষাকৃত কম ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেনে পরিণত করে পেট্রোল ও হাইব্রিড গাড়ির ব্যবহারের ক্ষেত্রে ৷ ক্যাটালিটিক কনভার্টার প্যালাডিয়াম থেকে প্রস্তুত হয় ৷
advertisement
advertisement
আরও পড়ুন: Russia Ukraine Crisis: ইমরান খান রাশিয়ায় পৌঁছেই বললেন কী দারুণ সময়ে রাশিয়া এলাম! ট্যুইটারে ভাইরাল ভিডিও
২০০৯ সালে প্রথমবার পেট্রোল ইঞ্জিনের গাড়ির বিক্রি ডিজেল ইঞ্জিন গাড়ির বিক্রির থেকে বেড়ে গিয়েছে ৷ মোবাইল ফোনের নির্মাণে প্যালাডিয়াম অত্যন্ত প্রয়োজনীয় ধাতু ৷ ফোনে এই প্যালাডিয়ামের ব্যবহার অত্যন্ত ছোট স্তরে হয়ে থাকে ৷ কিন্তু এগুলি অত্যন্ত জরুরি, একটি ফোনে প্রায় ০.০১৫ শতাংশ প্যালাডিয়ামের ব্যবহার হয় ৷ ফোনের মাইক্রো প্রসেসার ও প্রিন্টেড সার্কিট বোর্ডে প্যালাডিয়াম লাগানো হয়ে থাকে ৷ মিশ্র ধাতুর ক্ষেত্রে প্যালাডিয়ামের ব্যবহার করা হয়ে থাকে ৷
advertisement
আরও পড়ুন: ফেলা হবে স্পেস স্টেশন, এবার ভারতকে হুঁশিয়ারি রাশিয়ার! ট্যুইট ঘিরে তুমুল আলোড়ন
প্যালাডিয়াম অত্যন্ত দামি ধাতু এক গ্রাম প্যালাডিয়ামের দাম ৬,১৮৮ টাকা ৷ এই ভাবেই ১০ গ্রামের দাম ৭২,১৮৪ টাকা হতে পারে ৷ প্যালাডিয়াম প্ল্যাটিনামের মতই চমকে ভরা একটি ধাতু ৷ রাশিয়া ও আফ্রিকায় ব্যাপক পরিমাণে পাওয়া যায় ৷ মাটি থেকে উত্তোলনের প্রক্রিয়া অত্যন্ত জটিল ৷ মাটির নীচ থেকে অত্যন্ত কম পরিমাণে পাওয়া যায় ৷ এই কারণেই প্যালাডিয়াম অত্যন্ত দামি ধাতু ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia Ukraine War effects: ভারতের উপরে ব্যাপক প্রভাব! মোবাইল-গাড়ি সহ একাধিক দ্রব্য আরও দামি হবে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement