Home /News /international /
Viral Video: একেই বলে সাহস! সামনেই বন্দুকধারী রুশ সেনা, ইউক্রেনের এই মহিলা যা করলেন...দেখুন

Viral Video: একেই বলে সাহস! সামনেই বন্দুকধারী রুশ সেনা, ইউক্রেনের এই মহিলা যা করলেন...দেখুন

Viral Video

Viral Video

চলছে যুদ্ধবিমান, সড়কপথে রুশে সেনার টহল, চারিদিকে গোলা-বারুদ, রকেট ভর্তি ট্যাঙ্ক (Ukraine War Crisis)।

 • Share this:

  #কিভ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি ছিল, যুদ্ধ নয়, সামরিক অভিযান। ইউক্রেনের সামরিক ঘাঁটিগুলিই তাঁর সেনাবাহিনীর লক্ষ্য (Ukraine War Crisis)। সে দেশের আম জনতার কোনও ক্ষয়ক্ষতি হবে না। কিন্তু আসলে তা হয়নি, বৃহস্পতিবার থেকেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। গোটা ইউক্রেনে মুহুর্মুহু বোমা-গুলির শব্দ। ত্রস্ত গোটা দেশ। চলছে যুদ্ধবিমান, সড়কপথে রুশে সেনার টহল, চারিদিকে গোলা-বারুদ, রকেট ভর্তি ট্যাঙ্ক (Ukraine War Crisis)।

  ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযান শুরু হওয়ার পর থেকেই গোটা বিশ্বে এর নিন্দা শুরু হয়েছে। টোকিয়ো থেকে নিউ ইয়র্ক-- রাশিয়ার দূতাবাসের বাইরে, বিভিন্ন জনবহুল স্থানে বহু মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। এই পরিস্থিতিতে ইউক্রেনের এক সাহসী মহিলার ভিডিও নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)। সশস্ত্র এক রুশ সেনার সামনে দাঁড়িয়ে নির্ভীক ওই মহিলা প্রশ্ন করেছেন, 'এই দেশে কী করছ তোমরা?' (Viral Video)

  আরও পড়ুন: জঙ্গল পার করার সময় চা বাগানে ঢুকল ১২ হাতির দল, চলছে ফেরানোর চেষ্টা!

  আরও পড়ুন: জিমের বাইরে সাবেকি পোশাকে আরও উজ্জ্বল সারা আলি খান, দেখুন নায়িকার ভাইরাল সব ছবি

  আরও পড়ুন: গপ গপ করে ফুচকা খাচ্ছেন ফারহানের নতুন বউ শিবানি, বিয়ের ছবি ভাইরাল!

  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, ইউক্রেনের এক মহিলা রুশ সেনাকে প্রশ্ন করছেন, 'কে আপনি?'। সেনার জবাব, 'আমাদের কাজ আছে এখানে, দয়া করে ওদিকে যান'। যখন ওই মহিলা জানতে পারেন, ওই ব্যক্তি রাশিয়ার সেনা, পোর্ট সিটি হেনিচেস্কের ওই মহিলাকে বলতে শোনা যায়, 'তাহলে এখানে কী করছ তোমরা?' নেটপাড়ায় মহিলাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেন।

  ওই সেনা তখন মহিলাকে বলেন, 'আমাদের কথা বলে কোনও লাভ হবে না।'। সেনার হুঁশিয়ারি শুনেও পিছপা হননি মহিলা, তিনি নির্ভীক ভাবে বলেন, 'তোমরা দখল করছ, তোমরা ফ্যাসিস্ট। বন্দুক নিয়ে আমাদের দেশে কী করছ তোমরা? এই নাও, এই সূর্যমুখী ফুলের দানাগুলো পকেটে রেখে দাও, যাতে তুমি মরলে অন্তত সূর্যমুখী জন্মায়।' ইউক্রেনের জাতীয় ফুল সূর্যমুখী। রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনও পথচারী এই ভিডিও তোলেন এবং তা পরে ভাইরাল হয়ে যায়। (Viral Video)

  Published by:Raima Chakraborty
  First published:

  Tags: Russia Ukraine War, Ukraine, Ukraine crisis

  পরবর্তী খবর