Mutual Fund SIP: মিউচুয়াল ফান্ডে দৈনিক ১০০ টাকার এসআইপি! গ্রাম ও মফঃস্বলের বাসিন্দাদের জন্য আকর্ষণীয় স্কিম!
- Published by:Arjun Neogi
Last Updated:
Mutual Fund SIP: গ্রাম এবং ছোট শহরের বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখেই এই স্কিম বলে জানানো হয়েছে।
#নয়াদিল্লি: গ্রাম এবং ছোট শহরের বাসিন্দাদের জন্য নতুন আকর্ষনীয় স্কিম বাজারে আনল মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম জেডফান্ডস(ZFunds)। এবার থেকে দৈনিক ১০০ টাকা মিউচুয়াল ফান্ডের এসআইপি-তে (SIP) বিনিয়োগ (Invest)করা যাবে। গ্রাম এবং ছোট শহরের বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখেই এই স্কিম বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: FD Interest Rate: ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকদের জন্য বড় সুখবর, FD-তে মিলবে বেশি সুদ
জেডফান্ডস একটি বিবৃতিতে জানিয়েছে, আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ড (ICICI Prudential Mutual Fund), এইচডিএফসি মিউচুয়াল ফান্ড (HDFC Mutual Fund)এবং টাটা মিউচুয়াল ফান্ডের (Tata Mutual Fund) যৌথ উদ্যোগে এই স্কিম আনা হয়েছে। সাধারণত গ্রাম এবং ছোট শহরের প্রান্তিক মানুষেরা মাসিক আয়ের পরিবর্তে দৈনিক ভিত্তিতে উপার্জন (Daily Wage Earners) করেন। ফলে মেট্রো শহর এবং গ্রাম ও মফঃস্বলের চাহিদার ব্যবধান মেটাবে এই নয়া স্কিম।
advertisement
আরও পড়ুন: Gold Price Today: সোনার দামে বড় পতন! আজকের দাম জানলে চমকে যাবেন আপনিও ....
এই প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে অন্যান্য ফান্ড হাউসের সঙ্গেও কথা চলছে বলে জানা গেছে। জেডফান্ডসের আশা, এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক মানুষরাও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে উৎসাহিত হবেন। ছোট ব্যবসায়ী এবং দৈনিক উপার্জনকারীদের সামনেও বিনিয়োগের নতুন রাস্তা খুলে যাবে।
advertisement
advertisement
আরও পড়ুন: 7th Pay Commission: হোলির আগে ১০,০০০ টাকা উপহার দিতে চলেছে কেন্দ্র সরকার
অল্প সময়ের মধ্যে ৩ হাজারেরও বেশি দৈনিক এসআইপি প্ল্যান এনেছে জেডফান্ডস। ২০২২-২৩ অর্থবর্ষের মধ্যে এমন ১ লক্ষ্য স্কিম আনার লক্ষ্যমাত্রা রেখেছে তারা। জেডফান্ডসের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও মণীশ কোঠারি বলেছেন, ‘সাধারণ মানুষকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে উৎসাহিত করার জন্য এটা যুগান্তকারী পদক্ষেপ। বেতনভোগী মানুষদের কথা মাথায় রেখেই এসআইপি-র ভাবনা। যদিও দৈনিক, সাপ্তাহিক এবং পাক্ষিক এসআইপি-ও রয়েছে। কিন্তু বাস্তব হল, অধিকাংশ মানুষই এই স্কিমগুলোতে খুব একটা আগ্রহ দেখান না’।
advertisement
দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে গ্রাম ও মফঃস্বলকে যুক্ত করার ভাবনা থেকেই দৈনিক ১০০ টাকা এসআইপি-র স্কিম বলে মন্তব্য করেন মণীশ। তাঁর কথায়, ‘গ্রাম এবং নন-মেট্রো শহরের ৫৪ শতাংশ মানুষই দৈনিক ভিত্তিতে রোজগার করেন। আবার এঁদের মধ্যে বেশিরভাগই চিটফান্ডের মাধ্যমে বিনিয়োগে অভ্যস্ত। অনেক সময় এর কুফলও ভুগতে হয় তাঁদের। এই জায়গা থেকেই দৈনিক ১০০ টাকার এসআইপি স্কিম আনার ভাবনা। এর ফলে গ্রামীণ ভারত এবং টায়ার টু, টায়ার থ্রি শহরের মানুষও আর্থিকভাবে স্বনির্ভর হবেন’।
advertisement
আরও পড়ুন: Digital Currency: ডিজিটাল মুদ্রা কীভাবে লেনদেন করবেন, ইউপিআই-এর থেকে কোথায় আলাদা, জানুন বিশদে!
আইসিআইসিআই প্রুডেনশিয়াল এএমসি-র ডিজিটাল এবং কাস্টমার এক্সপেরিয়েন্স এবং মার্কেটিং হেড অভিজিৎ শাহ বলছেন, ‘ভারতের প্রতিটা বাড়ি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুক, এই ভাবনাকে বাস্তব রূপ দিতেই জেডফান্ডসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছি আমরা। দৈনিক ১০০ টাকা এসআইপি-তে ছোট ব্যবসায়ী এবং নিম্ন আয়ের মানুষরাও সহজেই বিনিয়োগ করতে পারবেন। এতে বাজারে যেমন নগদের জোগান বাড়বে তেমনই প্রান্তিক মানুষদেরও আনুষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে আনা যাবে’। একই কথা বলছেন এইচডিএফসি এএমসি-র কো-হেড- সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এবং ভাইস প্রেসিডেন্ট নবীন গগিয়া। তাঁর কথায়, ‘এর মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের আর্থিক ক্ষমতায়ণ হবে’।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 26, 2022 7:55 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mutual Fund SIP: মিউচুয়াল ফান্ডে দৈনিক ১০০ টাকার এসআইপি! গ্রাম ও মফঃস্বলের বাসিন্দাদের জন্য আকর্ষণীয় স্কিম!