শেয়ার বাজারের এখন যা অবস্থা তাতে কি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
বর্তমান শেয়ার বাজারের কথা মাথায় রেখে, বিনিয়োগ শুরু করার আগে বাজার সম্পর্কে ভাল করে জেনে নিতে হবে।
#নয়াদিল্লি: বর্তমানে শেয়ার বাজারের অবস্থা খুব বেশি ভাল নয়। এর মধ্যে সকল বিনিয়োগকারীদের মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, এই সময় শেয়ার বাজারে বিনিয়োগ করা উচিত কি না। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই সময় শেয়ার বাজারে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে। খুব বেশি পরিমাণে টাকা বিনিয়োগ না করে কিছু পরিমাণে টাকা শেয়ার বাজারের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখা দরকার এই ধরনের বিনিয়োগ করতে হবে খুব বেশি সময়ের জন্য। এখন শেয়ার বাজারের এই অবস্থার মধ্যে কম সময়ের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে খুব বেশি লাভ হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন যদি লম্বা সময়ের জন্য শেয়ার বাজারের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়, তাহলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমান শেয়ার বাজারের কথা মাথায় রেখে, বিনিয়োগ শুরু করার আগে বাজার সম্পর্কে ভাল করে জেনে নিতে হবে। কোথায় বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে সঠিক ধারণা থাকা উচিত। শেয়ার বাজারে যেহেতু ওঠা-নামা লেগে থাকে, তাই বিনিয়োগ করার আগে সেই সকল ফান্ড সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। এমন ফান্ডে বিনিয়োগ করা দরকার যারা অতীতে তার বিনিয়োগকারীদের ভাল রিটার্ন দিয়েছে। এছাড়া বিনিয়োগের শুরুতেই যদি ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করতে হয় তাহলে সবথেকে ভাল অপশন হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান।
advertisement
advertisement
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে লম্বা সময় ধরে বিনিয়োগ করে গেলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক এবং বার্ষিক হারে একটানা বিনিয়োগ করে গেলে একটা ভাল ফান্ড গড়ে তোলা সম্ভব। একটি কথা সবসময় মনে রাখা দরকার যে, ভাল রিটার্ন পাওয়ার জন্য ধৈর্য ও শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ধৈর্য ধরতে হবে বেশি রিটার্ন পাওয়ার জন্য। একটি নির্দিষ্ট শৃঙ্খলার মাধ্যমে বিনিয়োগ করে যেতে পারলে এবং ধৈর্য সহকারে অপেক্ষা করতে পারলে ভাল ফান্ড গড়ে তোলা সম্ভব।
advertisement
বর্তমানে শেয়ার বাজারের দিকে তাকিয়ে এখন বেশি ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ। কিন্তু এই সময় বসে না থেকে কিছু পরিমাণে টাকা বিনিয়োগ করা প্রয়োজন, যা ভবিষ্যতে ভাল রিটার্ন দিতে সাহায্য করবে। এর ফলে বেশি ঝুঁকি না নিয়ে এখন বিনিয়োগ করা যেতে পারে ফ্লেক্সি ক্যাপ ফান্ডে। কিন্তু এখন যেখানেই বিনিয়োগ করা হবে তা যেন লম্বা সময়ের কথা মাথায় রেখে করা হয়। কারণ বর্তমানে শেয়ার বাজারের যা অবস্থা, সেখানে কম সময়ের জন্য বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা কম।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 05, 2022 4:28 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
শেয়ার বাজারের এখন যা অবস্থা তাতে কি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত?