ব্যবহারের আগে সচেতনতা প্রয়োজন, এক নজরে দেখে নিন এটিএম কার্ড ও ডেবিট কার্ডের মধ্যে কী পার্থক্য রয়েছে!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এই দুই কার্ডের মাধ্যমেই নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের থেকে টাকা তোলা গেলেও দুই কার্ডের মধ্যে কয়েকটি পার্থক্য রয়েছে।
#নয়াদিল্লি: নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা তোলার জন্য এটিএম (ATM) কার্ড ও ডেবিট (Debit) কার্ড রয়েছে। এই দুই কার্ডের মাধ্যমেই নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের থেকে টাকা তোলা গেলেও দুই কার্ডের মধ্যে কয়েকটি পার্থক্য রয়েছে। যে ব্যাঙ্কের এটিএম কার্ড নিজেদের কাছে রয়েছে এবং যে ব্যাঙ্কে নিজেদের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের এটিএম থেকেই তোলা যাবে টাকা। কিন্তু ডেবিট কার্ডের মাধ্যমে যে কোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেও অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকেও তোলা যাবে টাকা। এই দুই কার্ডের মাধ্যমে কয়েকটি একই ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকলেও, কয়েকটি পার্থক্যও রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এটিএম কার্ড ও ডেবিট কার্ডে কী ধরনের পার্থক্য দেখা যায়।
এটিএম কার্ড -
একটি এটিএম কার্ডের মাধ্যমে শুধুমাত্র নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের এটিএম থেকেই টাকা তোলা যায়। যে ব্যাঙ্কে নিজেদের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের এটিএম কার্ড দিয়ে সেই ব্যাঙ্কের এটিএম থেকেই শুধু টাকা তোলা যাবে। এছাড়াও নিজেদের অ্যাকাউন্টের ব্যালান্স, ট্রান্সফার মানি ইত্যাদি চেক করা যাবে এটিএম কার্ডের মাধ্যমে। এক নজরে দেখে নেওয়া যাক এটিএম কার্ডের মাধ্যমে কী কী সুবিধা পাওয়া যায় -
advertisement
advertisement
- এটিএম কার্ডের মাধ্যমে নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট সহজেই অ্যাকসেস করা যায়।
- এটিএম কার্ডের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্ট ব্যালান্স চেক করা যায়।
- এটিএম কার্ডের মাধ্যমে অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়।
- এটিএম কার্ডের মাধ্যমে প্রতি দিনের টাকা তোলার লিমিট ডেবিট কার্ডের তুলনায় কম।
- তবে এটিএম কার্ডের মাধ্যমে কিছু কেনাকাটা করা যায় না।
advertisement
ডেবিট কার্ড -
নিজেদের অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে রয়েছে সেই ব্যাঙ্কের এটিএম ছাড়াও অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকেও ডেবিট কার্ডের মাধ্যমে টাকা তোলা যায়। টাকা তোলা ছাড়াও বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা করা যায় ডেবিট কার্ডের মাধ্যমে। এছাড়াও ডেবিট কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়। এক নজরে দেখে নেওয়া যাক ডেবিট কার্ডের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যায় -
advertisement
- ডেবিট কার্ডের মাধ্যমে নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট সহজেই অ্যাকসেস করা যায়।
- ডেবিট কার্ডের প্রতিদিনের টাকা তোলার লিমিট এটিএম কার্ডের থেকে বেশি।
-ডেবিট কার্ডের মাধ্যমে নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের ব্যালান্স চেক করা যায়।
advertisement
- ডেবিট কার্ডের মাধ্যমে অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়।
- ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে এবং স্টোর থেকে কেনাকাটা করা যায়।
- যদিও ডেবিট কার্ডের প্রতিদিন নির্দিষ্ট ক্রয়ের লিমিট রয়েছে। তার বেশি টাকার কেনাকাটা করা যায় না।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 05, 2022 9:43 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ব্যবহারের আগে সচেতনতা প্রয়োজন, এক নজরে দেখে নিন এটিএম কার্ড ও ডেবিট কার্ডের মধ্যে কী পার্থক্য রয়েছে!