Free LPG Cylinder: এবার বিনামূল্যে পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার, দেখে নিন কী করতে হবে ....

Last Updated:

Free LPG Cylinder: ফ্রি-তে সিলিন্ডার পাওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে ৷

#নয়াদিল্লি: পেটিএম তাদের গ্রাহকদের জন্য এলপিজি সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে নিয়ে এসেছে দারুণ একটি অফার ৷ পেটিএম-এর তরফে তাদের গ্রাহকদের নানা ধরনের অফার দেওয়া হয়েছে ৷ একটি অফারে আপনি ২৫ টাকা ছাড় তো অন্য অফারে ৩০ টাকা ক্যাশব্যাক হিসেবে পেতে পারেন ৷ এছাড়াও আরও একটি অফার রয়েছে যেখানে আপনি ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার (Free LPG Cylinder) পেয়ে যাবেন ৷ অর্থাৎ এলপিজি সিলিন্ডারের জন্য এক টাকাও দিতে হবে না ৷
এই সমস্ত ডিলের জন্য একটি কমন ও জরুরি শর্ত রয়েছে ৷ সেটা হল গ্যাস বুকিং পেটিএম-এর মাধ্যমেই করতে হবে ৷ পেটিএম উপভোক্তাদের কাছে তিনটি অপশন রয়েছে ৷ ২৫ টাকা ছাড় চাইলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ৷ ৩০ টাকার ক্যাশব্যাক চাইলে আপনাকে পেটিএম ক্যাশ পেয়ে যাবেন ৷ এর জন্য আলাদা আলাদা প্রোমোকোড দেওয়া হবে ৷ বুকিংয়ের সময় এই প্রোমোকোড ব্যবহার করতে হবে ৷ কিন্তু বিনামূল্যে অর্থাৎ ১০০ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ ভাবে আপনার ভাগ্যের উপর নির্ভর করবে ৷
advertisement
advertisement
ফ্রি-তে সিলিন্ডার পাওয়ার  জন্য এই প্রসেস মেনে চলতে হবে-
বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্যে বুকিংয়ের সময় আপনাকে FREECYLINDER প্রোমোকোড ব্যবহার করতে হবে ৷ বুকিংয়ের সময় আপনাকে সিলিন্ডারের পুরো পেমেন্ট করতে হবে ৷ এরপর সংস্থা প্রত্যেক ১০০ তম সিলিন্ডার বুক করা কাস্টোমারকে (100% Cashback) ক্যাশব্যাক দেওয়া হবে ৷ অধিকতম ১০০০ টাকার ক্যাশব্যাক দেওয়া হবে ৷ এই অফার কেবল ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বৈধ থাকবে ৷ আপনি সেই ভাগ্যবান গ্রাহক হলে ২৪ ঘণ্টার মধ্যে ক্যাশব্যাক পেয়ে যাবেন ৷
advertisement
পেটিএমে মুহূর্তের মধ্যে বুকিং করুন গ্যাস সিলিন্ডার
Indane, HP Gas, ও BharatGas যে কোনও সংস্থার গ্যাস বুকিং করতে পারবেন ৷ আপনাকে ‘Book My Cylinder' ট্যাবে গিয়ে নিজের মোবাইল নম্বর বা এলপিজি আইডি বা কাস্টোমার নম্বর দিতে হবে ৷ এই নম্বরগুলি দিতেই এজেন্সির তথ্য আপনার সামনে চলে আসবে ৷ এরপর পেমেন্ট করতে হবে ৷ পেটিএম-এর জন্য পেটিএম ওয়ালেট, পেটিএম ইউপিআই, কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের অপশন থাকতে হবে ৷ বুকিংয়ের পর আপনার বাড়িতে সিলিন্ডার পৌঁছে যাবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Free LPG Cylinder: এবার বিনামূল্যে পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার, দেখে নিন কী করতে হবে ....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement