হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
এবার বিনামূল্যে পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার, দেখে নিন কী করতে হবে ....

Free LPG Cylinder: এবার বিনামূল্যে পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার, দেখে নিন কী করতে হবে ....

Free LPG Cylinder: ফ্রি-তে সিলিন্ডার পাওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: পেটিএম তাদের গ্রাহকদের জন্য এলপিজি সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে নিয়ে এসেছে দারুণ একটি অফার ৷ পেটিএম-এর তরফে তাদের গ্রাহকদের নানা ধরনের অফার দেওয়া হয়েছে ৷ একটি অফারে আপনি ২৫ টাকা ছাড় তো অন্য অফারে ৩০ টাকা ক্যাশব্যাক হিসেবে পেতে পারেন ৷ এছাড়াও আরও একটি অফার রয়েছে যেখানে আপনি ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার (Free LPG Cylinder) পেয়ে যাবেন ৷ অর্থাৎ এলপিজি সিলিন্ডারের জন্য এক টাকাও দিতে হবে না ৷

আরও পড়ুন: এই দিন আসতে চলেছে যোজনার আগামী কিস্তির টাকা, জেনে নিন কোন তারিখে...

এই সমস্ত ডিলের জন্য একটি কমন ও জরুরি শর্ত রয়েছে ৷ সেটা হল গ্যাস বুকিং পেটিএম-এর মাধ্যমেই করতে হবে ৷ পেটিএম উপভোক্তাদের কাছে তিনটি অপশন রয়েছে ৷ ২৫ টাকা ছাড় চাইলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ৷ ৩০ টাকার ক্যাশব্যাক চাইলে আপনাকে পেটিএম ক্যাশ পেয়ে যাবেন ৷ এর জন্য আলাদা আলাদা প্রোমোকোড দেওয়া হবে ৷ বুকিংয়ের সময় এই প্রোমোকোড ব্যবহার করতে হবে ৷ কিন্তু বিনামূল্যে অর্থাৎ ১০০ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ ভাবে আপনার ভাগ্যের উপর নির্ভর করবে ৷

আরও পড়ুন: ইন্টারনেট ছাড়া মাত্র ২ মিনিটে জেনে নিন আপনার PF ব্যালেন্স!

ফ্রি-তে সিলিন্ডার পাওয়ার  জন্য এই প্রসেস মেনে চলতে হবে-

বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্যে বুকিংয়ের সময় আপনাকে FREECYLINDER প্রোমোকোড ব্যবহার করতে হবে ৷ বুকিংয়ের সময় আপনাকে সিলিন্ডারের পুরো পেমেন্ট করতে হবে ৷ এরপর সংস্থা প্রত্যেক ১০০ তম সিলিন্ডার বুক করা কাস্টোমারকে (100% Cashback) ক্যাশব্যাক দেওয়া হবে ৷ অধিকতম ১০০০ টাকার ক্যাশব্যাক দেওয়া হবে ৷ এই অফার কেবল ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বৈধ থাকবে ৷ আপনি সেই ভাগ্যবান গ্রাহক হলে ২৪ ঘণ্টার মধ্যে ক্যাশব্যাক পেয়ে যাবেন ৷

আরও পড়ুন: বাম্পার আয়ের সুযোগ, এখানে ইনভেস্ট করলে এই সময়ের মধ্যে ডবল হয়ে যাবে টাকা

পেটিএমে মুহূর্তের মধ্যে বুকিং করুন গ্যাস সিলিন্ডার

Indane, HP Gas, ও BharatGas যে কোনও সংস্থার গ্যাস বুকিং করতে পারবেন ৷ আপনাকে ‘Book My Cylinder' ট্যাবে গিয়ে নিজের মোবাইল নম্বর বা এলপিজি আইডি বা কাস্টোমার নম্বর দিতে হবে ৷ এই নম্বরগুলি দিতেই এজেন্সির তথ্য আপনার সামনে চলে আসবে ৷ এরপর পেমেন্ট করতে হবে ৷ পেটিএম-এর জন্য পেটিএম ওয়ালেট, পেটিএম ইউপিআই, কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের অপশন থাকতে হবে ৷ বুকিংয়ের পর আপনার বাড়িতে সিলিন্ডার পৌঁছে যাবে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: LPG Gas Cylinder, Paytm