আজ ফের বাতিল ১৩১টি ট্রেন, যাত্রা শুরু করার আগে ট্রেনের স্টেটাস চেক করে নিন এই ভাবে!

Last Updated:

বিপদ এড়াতে যাত্রীদের আগে থেকেই স্টেশনে যাওয়ার আগে তাঁদের ট্রেনের সময়সূচী এবং বাতিল হওয়া ট্রেনের তালিকা যাচাই করে নেওয়া উচিত।

#কলকাতা: দীপাবলি এবং ছট পুজোর পর রেল যাত্রীদের সমস্যা যেনও আরও বেড়েই চলেছে। এই উৎসবের মরশুমে ভারতীয় রেল একাধিক ট্রেন বাতিল করে এবং অনেকগুলি ট্রেনের রুট পরিবর্তন করে। ১ নভেম্বর তারিখ, মঙ্গলবার, রেল বিভাগ ১৩১টিরও বেশি ট্রেন বাতিল করেছে যার মধ্যে রয়েছে প্যাসেঞ্জার, মেইল ও এক্সপ্রেস ট্রেন।
ট্রেন বাতিলের কারণে যাঁরা দীপাবলি এবং ছট পুজোর পর বাড়ি থেকে কর্মস্থলে ফিরছেন তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। যাত্রার দিনে বিপদ এড়াতে যাত্রীদের আগে থেকেই স্টেশনে যাওয়ার আগে তাঁদের ট্রেনের সময়সূচী এবং বাতিল হওয়া ট্রেনের তালিকা যাচাই করে নেওয়া উচিত।
advertisement
advertisement
রেল ট্র্যাক মেরামত এবং অন্যান্য মেরামতির কারণে আজ ১১৫টি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এছাড়া ১৬টি ট্রেনকে আংশিকভাবে বাতিল করা হয়েছে। অন্য দিকে, ২৬টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে ও ১৩টি ট্রেনের রুট পরিবর্তন করে ভিন্ন রুটে চালানো হচ্ছে। উল্লেখ্য, বাতিল হওয়া ট্রেনেরে তালিকা ভারতীয় রেল দ্বারা ক্রমাগত আপডেট করা হচ্ছে। আগামীতে আরও ট্রেন বাতিল বা ডাইভার্ট করা হতে পারে।
advertisement
ট্রেনের স্টেটাস কীভাবে যাচাই করে নেওয়া যাবে?
যাত্রীরা এখন অনলাইনে যে কোনও ট্রেনের স্টেটাস যাচাই করতে পারবেন। ভারতীয় রেলে অনলাইন পরিষেবার কারণে এটি সম্ভর হয়েছে। যাত্রীরা ঘরে বসেই জানতে পারবেন কোন ট্রেন বাতিল করা হয়েছে বা কোন কোন ট্রেন ডাইভার্ট করা হয়েছে। ভারতীয় রেল এবং আইআরসিটিসি-এর ওয়েবসাইটে ট্রেন বাতিল, সময়সূচী পরিবর্তন এবং রুট ডাইভার্ট সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে। যে কোনও ট্রেনের স্টেটাস জানতে যাত্রীরা রেলের ওয়েবসাইট https://enquiry.indianrail.gov.in/mntes বা আইআরসিটিসি ওয়েবসাইট https://www.irctchelp.in/cancelled-trains-list/#list2 যাচাই করে দেখতে পারেন। ভারতীয় রেলের ওয়েবসাইট থেকে ট্রেনের স্ট্যাটাস জানার প্রক্রিয়া নিচে ধাপে ধাপে দেওয়া হল।
advertisement
বাতিল হওয়া ট্রেনের তালিকার জন্য প্রথমে enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে যেতে হবে।
Exceptional Trains বিকল্পে ক্লিক করতে হবে।
বাতিল, রিসিডিউল এবং ড্রাইভার্ট ট্রেনের তালিকা এখানে পাওয়া যাবে।
যাত্রী এখান থেকে নিজের ট্রেনের নাম বা নম্বর মিলিয়ে সঠিক তথ্য খুঁজে বের করতে পারবেন।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আজ ফের বাতিল ১৩১টি ট্রেন, যাত্রা শুরু করার আগে ট্রেনের স্টেটাস চেক করে নিন এই ভাবে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement