Gold-Silver Price Today : ৫৮ হাজার টাকা পেরোল রুপোর দাম, দেখে নিন সোনার লেটেস্ট দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আন্তর্জাতিক বাজারে বাড়ল রুপোর দাম, কমল সোনার দাম-
দেশের বাজারে মঙ্গলবার ১ নভেম্বর সোনার দামে পতন দেখা গিয়েছে ৷ কিন্তু দাম বেড়েছে রুপোর ৷ আন্তর্জাতিক বাজারেও একই ট্রেন্ড চলছে ৷ সোনার দাম গ্লোবাল মার্কেটেও পড়ে গিয়েছে, অন্যদিকে দাম বেড়েছে রুপোর ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম মঙ্গলবারের শুরুতে ০.০২ শতাংশ কমে ট্রেডিং শুরু করেছে ৷ রুপোর দাম এদিন এমসিএক্সে ০.৭৬ শতাংশ বেড়ে ট্রেড করছিল ৷
advertisement
মঙ্গলবার ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম সকাল ৯:০৫ মিনিটে ১২ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫০,৩১০ টাকা হয়েছে ৷ সোনার দাম এদিন বাজার খোলার সময় ৫০,৩৫১ টাকা ছিল ৷ এরপর দাম কমে ৫০,২৮৩ টাকা হয়ে যায় ৷ কিন্তু পড়ে কিছুটা সামলে ৫০,৩১০ টাকা হয় ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম ৪৪১ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৮,১১৯ টাকা হয়ে যায় ৷
advertisement
advertisement