দীপাবলিতে মদের ফোয়ারা, দিল্লিতে ৩ দিনে বিক্রি হল ১০০ কোটি টাকার মদ !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কবে কত বোতল বিক্রি হয়েছে ?
দু’বছর কোভিডের কারণে বিভিন্ন নিষেধাজ্ঞা থাকা ছিল ৷ ফলে স্বাভাবিক ভাবেই পুজো হোক বা দীপাবলিতে অনেক নিয়ম মেনে উৎসব পালন করতে হয়েছে দেশবাসীকে ৷ তবে এবার পরিস্থিতি স্বাভাবিক থাকায় দীপাবলিতে বিপুল কেনা কাটা করেছেন সকলে ৷ আলোর রোশনাইয়ের পাশাপাশি এবার দেশের রাজধানীর একটি আলাদা ঘটনা সামনে এসেছে ৷ দীপাবলির আগের উইকএন্ডে প্রায় ৪৮ লক্ষ মদের বোতল বিক্রি হয়েছে ৷ অনুমান করা হচ্ছে ২৪ অক্টোবর অর্থাৎ দীপাবলির দিন দিল্লিতে মদ বিক্রি হয়নি ৷
advertisement
আবগারি দফতরের এক আধিকারিক জানিয়েছেন, দীপাবলির আগের শুক্রবার থেকে রবিবারের মধ্যে দিল্লিতে ১০০ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে ৷ দীপাবলির একদিন আগে ৪২ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল ৷ সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার মোট ৩০ কোটি টাকা, শনিবার ৩২ কোটি টাকা ও রবিবার ৪২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে দিল্লিতে ৷
advertisement
advertisement