7th Pay Commission: বড় সুখবর! সরকারি কর্মচারীরা আজ পেতে পারেন ডবল বোনাস, মিলবে বেশি বেতন

Last Updated:

7th Pay Commission: কত টাকা বেতন বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ?

#নয়াদিল্লি: সরকারি কর্মচারীদের জন্য আজ আসতে চলেছে সুখবর ৷ করোনা সঙ্কটের জেরে কেন্দ্র সরকার প্রায় দেড় বছর বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) দেয়নি ৷ তবে এদিন কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতে পারেন বড় সুখবর ৷ অনুমান করা হচ্ছে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডবল বোনাস দেওয়া হতে পারে ৷ (7th Pay Commission)সম্প্রতি লক্ষ লক্ষ কর্মীদের ডিএ বৃদ্ধি করে ২৮ শতাংশ করে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি বাড়ানো হয়েছে হাউস রেন্ট অ্যালাউন্সও ৷
কেন্দ্র সরকারের তরফে নির্দেশ জারি করে বলা হয়েছে, সরকারি কর্মীদের বেসিক স্যালারির ভিত্তিতে হাউস রেন্ট ও ডিএ বৃদ্ধি করা হবে ৷ নিয়ম অনুযায়ী, ডিএ ২৫ শতাংশের বেশি হলে হাউস রেন্ট বৃদ্ধি করতে হবে ৷ এর জেরে কেন্দ্র সরকার এইচআরএ বাড়িয়ে ২৭ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ ডিপার্টমেন্টের অফ এক্সপেন্ডিচারের তরফে ৭ জুলাই ২০১৭ সালে জারি করা নির্দেশে জানানো হয়েছিল, যখন ডিএ ২৫ শতাংশের বেশি হবে তখন এইচআরএ সংশোধিত করা হবে ৷ ১ জুলাই থেকে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়েছে ৷
advertisement
advertisement
কত বাড়বে এইচআরএ
কেন্দ্রীয় সরকারি কর্মীদের শহরের ক্যাটাগরি অনুযায়ী, ২৮ শতাংশ, ১৮ ও ৯ শতাংশ এইচআরএ দেওয়া হবে ৷ ১ জুলাই ২০২১ থেকে ডিএ-এর সঙ্গে এইচআরএ বৃদ্ধি লাগু করা হয়েছে ৷ হাউস রেন্ট অ্যালাউন্সের ক্যাটাগরি X, Y ও Z ক্লাস শহরের হিসেবে দেওয়া হয় ৷ এবার X ক্যাটাগরির কর্মীরা মাসে ৫৪০০ টাকার বেশি এইচআরএ পাবেন ৷ এরপর Y ক্যাটাগরি পাবেন ৩৬০০ টাকার বেশি এবং Z ক্যাটাগরির কর্মচারীরা পাবেন ১৮০০ টাকার বেশি হাউস রেন্ট অ্যালাউন্স ৷
advertisement
কত টাকা বেতন বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের
সপ্তম পে কমিশন (7th Pay Commission) হিসেবে, কেন্দ্রীয় সরকারির কর্মীর ন্যূনতম বেসিক স্যালারি ১৮০০০ টাকা ৷ এর উপরে জুন ২০২১ পর্যন্ত ১৭ শতাংশ হিসেবে ৩০৬০ টাকা ডিএ দেওয়া হচ্ছিল ৷ জুলাই থেকে ডিএ(Dearness Allowance) বাড়িয়ে করা হয় ২৮ শতাংশ ৷ এই হিসেব অনুযায়ী এবার ডিএ মিলবে ৫০৪০ টাকা ৷ এই হিসেবের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাসে ১৯৮০ টাকা বেড়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission: বড় সুখবর! সরকারি কর্মচারীরা আজ পেতে পারেন ডবল বোনাস, মিলবে বেশি বেতন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement