LIC Kanyadan: এই স্কিমে ১৫০ টাকা জমা করলে পেয়ে যাবেন ২২ লক্ষ টাকা, জেনে নিন বিস্তারিত
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
LIC Kanyadan policy অনুযায়ী, প্রতিদিন ১৫০ টাকা (৫৪৭৫০ টাকা বছরে) জমা করলে মেয়ের বিয়ের সময় পেয়ে যাবেন ২২ লক্ষ টাকা দেবে ৷
advertisement
advertisement
LIC Kanyadaan policy অনুযায়ী, প্রতিদিন ১৫০ টাকা (৫৪৭৫০ টাকা বছরে) জমা করলে মেয়ের বিয়ের সময় পেয়ে যাবেন ২২ লক্ষ টাকা দেবে ৷ পলিসি নেওয়ার পর বাবার মৃত্যু হয়ে গেলে তাহলে আর এই স্কিমে ইনভেস্ট করতে হবে না ৷ পলিসি চলতে থাকবে ৷ পাশাপাশি বাবা মৃত্যু হলে সঙ্গে সঙ্গে ১০ লক্ষ টাকা দেওয়া হবে ৷ এছাড়াও বাবার মৃত্যু দুর্ঘটনায় হয়ে থাকলে ২০ লক্ষ টাকা দেওয়া হবে ৷ LIC Kanyadaan policy-র জন্য বিনিয়োদকারীর ন্যূনতম বয়স ৩০ এবং মেয়ের বয়স ন্যূনতম ১ বছর হতে হবে ৷
advertisement