Alipurduar: দারুন খবর! পুজোর আগে খুলছে ভুটানগেট, আনন্দ জয়গাঁর ব্যবসায়ীদের মনে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আগামী ২৩ সেপ্টেম্বরে খুলতে চলেছে জয়গাঁর ভুটান গেট। এই খবরে খুশি ব্যবসায়ী থেকে শুরু করে জয়গাঁবাসী। করোনা পরিস্থিতিতে আড়াই বছরের বেশি সময় ধরে পর্যটকদের জন্য বন্ধ ছিল ভুটানের দরজা।
#আলিপুরদুয়ার: আগামী ২৩ সেপ্টেম্বরে খুলতে চলেছে জয়গাঁর ভুটান গেট। এই খবরে খুশি ব্যবসায়ী থেকে শুরু করে জয়গাঁবাসী। করোনা পরিস্থিতিতে আড়াই বছরের বেশি সময় ধরে পর্যটকদের জন্য বন্ধ ছিল ভুটানের দরজা। ভুটানগেট খোলার আশায় চাতক পাখি হয়েছিলেন ব্যবসায়ীরা। বুধবার ভুটান সরকারের তরফে গেট খোলার বিষয়ে নির্দেশিকা জারি হতে খুশি সকলে। সবটা নতুন করে শুরু করার পরিকল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে। ২০২০ সালে করোনার থাবা পড়তেই বন্ধ হয়ে যায় ভুটান গেট। প্রথম অবস্থায় পর্যটক ও পণ্য দুটির প্রবেশ বন্ধ ছিল। পরবর্তীতে শুধু পণ্য প্রবেশের অনুমতি দেয় ভুটান সরকার। তারপর থেকেই ধীরে ধীরে প্রাণচঞ্চল শহর জয়গাঁ পরিণত হতে শুরু করে মৃতনগরীতে। পুজোর আগে ভুটান গেট খুলছে খুশির হাওয়া এলাকার ব্যবসায়ীদের মহলে।তবে সংশয় রয়েছে অধিকাংশ ব্যবসায়ীর মনে। ভুটানগেট যদিও খুলে যায়,তবে কি আগের মতো অবাধ যাতায়াত থাকবে? প্রশ্ন ব্যবসায়ীদের। শিলিগুড়ির পরই অন্যতম ব্যবসা ক্ষেত্র ছিল জয়গাঁ। ব্যবসার দিক থেকে আলিপুরদুয়ার জেলার রাজধানী বলা হত জয়গাঁকে।
ভুটানগেট বন্ধ হওয়ার পর জয়গাঁর ব্যবসা তলানিতে। যেখানে ২০১৯ সালে ৮০ শতাংশ ব্যবসা হয়েছিল জয়গাঁতে। সেখানে ২০২১ সালে ৯০ শতাংশ ক্ষতির মুখ দেখতে হয়েছে ব্যবসায়ীদের। ২০২০ সালে তাও ৪০ শতাংশ ব্যবসা হয়েছিল বলে ব্যবসায়ী রা জানান। ভুটানগেট বন্ধের পাশাপাশি বেকারত্ব গ্রাস করছে জয়গাঁর ব্যবসাকে বলে মত তাদের। কারণ ভিন রাজ্যের শ্রমিকরা ফিরেছে। ভুটানে যারা কাজে গিয়েছিলেন তারাও ফিরেছেন। এদের মধ্যে অনেকেরই কাজ নেই। যাদের কাজ আছে তাদের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। আগামী ২৩ সেপটেম্বর জয়গাঁর ভুটান গেট পর্যটকদের জন্য খুলছে ঠিকই।
advertisement
advertisement
তাতে কতটা লাভ হবে ব্যবসায়? প্রশ্নের উত্তর খুঁজছেন ব্যবসায়ীরা। গেট যদি সবসময় খোলা না থাকে তবে লাভের মুখ খুব একটা দেখা যাবেনা। কারণ-কোনও পর্যটক আলাদা করে জয়গাঁয় নেমে জিনিসপত্র ক্রয় করতে চাইবেন না। করোনা পরিস্থিতিতে ভুটানে পণ্যবাহী গাড়ি প্রবেশের অনুমতি ছিল। এখনও এই অনুমতি বহাল রয়েছে। জয়গাঁর অনেক ব্যবসায়ী পণ্য পাঠিয়েছেন ভুটানে। যদিও তাদের সংখ্যা অনেক কম। লাভের মুখ তেমন দেখেননি কেউই।
advertisement
আরও পড়ুনঃ পানা নদীর জল ঢুকে ক্ষতিগ্রস্ত চুয়াপাড়ার শতাব্দী প্রাচীন এয়ারফিল্ড, ভাসার আশঙ্কা স্থানীয় বস্তির
সব থেকে বেশি শোচনীয় পরিস্থিতি দেখা গিয়েছে ফুটপাত,ক্ষুদ্র ব্যবসায়ীদের। মাছি তাড়িয়েই তাদের দিন কাটছে এখনো। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ব্যবসায়ী দোকানের ঝাঁপ বন্ধ করেছেন। জয়গাঁর বিশিষ্ট ব্যবসায়ী তথা কালচিনি ব্লক চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক রাকেশ পাণ্ডে জানান,\"ভুটান গেট খুলছে ব্যবসায়ীদের জন্য খুশির খবর। তবে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন জয়গাঁর ব্যবসায়ীদের জন্য লোনের ব্যবস্থা করা হোক।\"
advertisement
Annanya Dey
view commentsLocation :
First Published :
June 30, 2022 5:35 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: দারুন খবর! পুজোর আগে খুলছে ভুটানগেট, আনন্দ জয়গাঁর ব্যবসায়ীদের মনে