Alipurduar: দারুন সুখবর!পর্যটকদের জন্য খুলছে ভুটানগেট! আসতে পারেন
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পর্যটকদের জন্য সুখবর, দুর্গাপুজোর আগে খুলছে ভুটানের দরজা। অবশেষে করোনা পরিস্থিতি কাটিয়ে খুলতে চলেছে পর্যটকদের জন্য ভুটান সীমান্ত।
#আলিপুরদুয়ার : পর্যটকদের জন্য সুখবর, দুর্গাপুজোর আগে খুলছে ভুটানের দরজা। অবশেষে করোনা পরিস্থিতি কাটিয়ে খুলতে চলেছে পর্যটকদের জন্য ভুটান সীমান্ত। আগামী ২৩ সেপটেম্বর থেকে খুলছে ভুটান গেট।বুধবার ভুটান সরকারের তরফে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। পর্যটকদের জন্যে কিছু নিয়ম বেঁধে দিয়েছে ভুটান। দেশে প্রবেশের পর কোয়ারিন্টিনের কথা না বলা হলেও দিতে হবে সাসটেনেবল ডেভেলপমেন্ট ফি। বিদেশি পর্যটকদের জন্য ৬৫ডলার থেকে ২০০ ডলার হবে মাথাপিছু প্রতিরাতের জন্য। বাংলাদেশ ও ভারতীয় পর্যটকদের জন্য মাথাপিছু ১২০০ টাকা প্রতিরাতের জন্য ধার্য করতে চলেছে ভুটান সরকার।
advertisement
পাশাপাশি আগের মত মিনিমাম ডেইলি প্যাকেজ রেট নেওয়া হবে না। প্রথমে ভুটানে প্রবেশ করলে পর্যটকদের থেকে নেওয়া হত দিনবাবদ কিছু টাকা। অর্থাৎ পর্যটকরা যতদিন সে দেশে থাকবে তা হিসেবে টাকা ট্যুর অপারেটরদের কাছে জমা দিতে হবে।এই নিয়মটি আর থাকছে না।
advertisement
বর্তমানে তার বদলে এসডিএফ অর্থাৎসাসটেনেবল ডেভেলপমেন্ট ফিসরাসরি ভুটান সরকারকে দিতে হবে পর্যটকদের। মেনে চলতে হবে কোভিড গাইড। হোটেল, রেস্তোরাগুলিকেও তাই বলা হয়েছে। সেই অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণ দিতে বলা হয়েছে। ২০২০ সালে করোনার থাবা পড়তেই বন্ধ হয়ে যায় ভুটান গেট। প্রথম অবস্থায় পর্যটক ও পণ্য দুটির প্রবেশ বন্ধ ছিল।
advertisement
পরবর্তীতে শুধু পণ্য প্রবেশের অনুমতি দেয় ভুটান সরকার। সম্প্রতি দিল্লিতে মন্ত্রী জন বারলার সঙ্গে বৈঠক করেছিলেন ভুটানের প্রতিনিধি দল। সেই খবরের পর আশায় বুক বাঁধছিলেন পর্যটকরা। এই খবরে খুশি সকলেই।
advertisement
Ananya Dey
view commentsLocation :
First Published :
June 29, 2022 5:44 PM IST