Alipurduar News: চা বাগান এলাকায় লেপার্ড শাবক দেখতে ভিড় স্থানীয়দের
- Published by:Salmali Das
- hyperlocal
Last Updated:
Alipurduar News: লেপার্ড শাবক দেখে চাঞ্চল্য ছড়াল বীরপাড়ার এক চা বাগান এলাকায়। একসঙ্গে দুটি লেপার্ড শাবক দেখা গিয়েছে বলে জানা যায়।
আলিপুরদুয়ার: লেপার্ড শাবক দেখে চাঞ্চল্য ছড়াল বীরপাড়ার এক চা বাগান এলাকায়। একসঙ্গে দুটি লেপার্ড শাবক দেখা গিয়েছে বলে জানা যায়।
মঙ্গলবার বিকালে চা বাগান থেকে অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পান স্থানীয়রা।এরপর সাহস নিয়ে বাগানের ভেতর ঢুকতেই লেপার্ডের শাবক দেখেন তাঁরা। বীরপাড়ার নাংডালা চা বাগানে লেপার্ড শাবক দেখতে ভিড় জমে যায় স্থানীয়দের। মঙ্গলবার বাগানের ৬ নম্বর সেকশনে লেপার্ডের দু’টি শাবক দেখা যায়। খবর দেওয়া হয় দলগাঁও রেঞ্জে।বনকর্মীরা এসে জায়গাটি থেকে স্থানীয়দের সড়িয়ে দেন সকলকে।কিছুক্ষণ পর অবশ্য মায়ের সঙ্গে চলে যায় শাবক দুটি।
advertisement
advertisement
বনদফতরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁওয়ের রেঞ্জের রেঞ্জ অফিসার ধনঞ্জয় বর্মন জানান, ‘সবক্ষেত্রেই দেখা যায় শাবকের আশেপাশে মা লেপার্ড থাকে।সামনাসামনি না এলেও নজরদারি চালায়। তাই ওই পরিস্থিতিতে শাবকের কাছে যাওয়া বিপজ্জনক।যারজন্য সকলকে গিয়েই সড়িয়ে দেওয়া হয়েছিল।’
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2023 4:28 PM IST








