আলিপুরদুয়ার: উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে ভুল করে অন্য স্কুলে এসে বিপাকে পড়ে এক ছাত্রী।যখন জানতে পারে ওই স্কুলে তাঁর সিট নম্বর নেই। তখন কাঁদতে আরম্ভ করে সেই ছাত্রী। ত্রাতার ভূমিকায় হাজির হন এক শিক্ষাকর্মী। আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম উচ্চ বিদ্যালয়ের শিক্ষাকর্মী সে। পাটকাপাড়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী ভুল করে ম্যাক উইলিয়াম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে চলে আসে।
আরও পড়ুনঃ শিক্ষার বিকাশ ঘটাতে অভিনব ভাবে সাজিয়ে তোলা হয়েছে স্কুল, রইল ভিডিওপরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট আগে বিষয়টি জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে ওই পরীক্ষার্থী। ছাত্রীর কান্নাকাটি দেখে তাকে বাইকে চাপিয়ে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন ম্যাক উইলিয়াম উচ্চতর বিদ্যালয়ের এক কর্মী।পরীক্ষা শুরু হওয়ার দশ মিনিট আগে আসল পরীক্ষাকেন্দ্রে পৌঁছে পরীক্ষা দিতে পেড়ে খুশি ওই ছাত্রী। এদিকে শিক্ষাকর্মীর এই উল্লেখযোগ্য ভূমিকার প্রশংসা করছেন সকলে।
Annanya Dey
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: HS 2023