Alipurduar News: পাকা ঘর থেকেও নেই! অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এ কী হাল
Last Updated:
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ঘর থাকা সত্ত্বেও,একটি ভাঙাচোরা বারান্দায় চলছে কেন্দ্র।যা দেখে হতবাক হতেই হয়।
আলিপুরদুয়ার: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ঘর থাকা সত্ত্বেও,একটি ভাঙাচোরা বারান্দায় চলছে কেন্দ্র।যা দেখে হতবাক হতেই হয়। আলিপুরদুয়ারের গুদামডাবরি এলাকার ঘটনা এটি।এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির ওপর নির্ভর করে থাকে প্রায় তিনশোটি পরিবারের শিশুরা।পাকা ঘর না থাকার কারণে শিশুদের পড়াশুনো হয় না।
তাদের মায়েরা খাবার দেওয়ার সময় নিয়ে আসে। আলিপুরদুয়ারে তখন ভাত,ডিম,ডাল একটি বাটিতে নিয়ে চলে যায় তারা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা,সহায়িকারা বহুবার বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন।কিন্তু কোনও ব্যবস্থা গৃহীত হয়নি।যার বাড়ির উঠোনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি রয়েছে তিনি ঘরে তালা দিয়ে রাখেন বলে জানা যায়।
আরও পড়ুনঃ জঙ্গলের পথ ধরে অবাধে কাঠ পাচার! রুখে দাঁড়াল বনকর্মীরা
এই বিষয়ে ওই ব্যক্তিকে জিঞ্জেস করা হলে তিনি স্পষ্ট জানান তার উঠোনে ঘর তৈরি হয়েছে।তখন শর্ত ছিল তার মেয়েকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাকরি দেওয়া হবে।তা না দেওয়ায় তিনি এই ঘর খুলতে দিচ্ছেন না।
advertisement
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2023 2:40 PM IST









