এসআইআর-এর প্রশিক্ষণ শিবিরে বিএলও-দের বিক্ষোভ৷ বিএলও-দের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার নজরুল মঞ্চ৷ বিএলও হিসেবে কাজ করার জন্য মূলত স্কুল শিক্ষকদেরই বেছেছে নির্বাচন কমিশন৷ বিএলও-দের অভিযোগ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুলের শিক্ষকতার কাজ শেষ করার পর বাড়ি ফিরে বিএলও হিসেবে তাঁদের দায়িত্ব পালন করবেন৷ যদিও কমিশনের এই প্রস্তাবে নারাজ বিএলও-রা৷ তাঁদের পাল্টা প্রশ্ন, অনেক শিক্ষকেরই স্কুল বাড়ি থেকে অনেক দূরে৷ সেখান থেকে ফিরতেও সন্ধে হয়ে যায়৷ সেক্ষেত্রে সন্ধের পর তাঁরা কীভাবে বিএলও হিসেবে কাজ করবেন?