Hooghly News: মানতে পারছেন না সুতন্দ্রার অপমৃত্যু, ন্যায়বিচার ও দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে মুখর শিল্পী মহল
- Reported by:Rahi Haldar
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Hooghly News: বৃহস্পতিবার সকালে চন্দননগরের রাস্তায় এক মৌন প্রতিবাদে দেখা গেল জেলা তথা রাজ্যের বিভিন্ন শিল্পীদের। হাতে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে ন্যায়ের দাবিতে পথ হাঁটলেন তাঁরা
রাহী হালদার, হুগলি: তিনদিন পার! পানাগড়ে গাড়ি উল্টে চন্দননগরের নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় এখনও অধরা সাদা গাড়ির চালক-সহ একাধিক ব্যক্তি। নৃত্যশিল্পীর এই অকস্মাৎ মৃত্যু মানতে পারছে না স্থানীয় শিল্পী মহল ! বৃহস্পতিবার সকালে চন্দননগরের রাস্তায় এক মৌন প্রতিবাদে দেখা গেল জেলা তথা রাজ্যের বিভিন্ন শিল্পীদের। হাতে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে ন্যায়ের দাবিতে পথ হাঁটলেন তাঁরা।
চন্দননগরের নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায় ছিলেন শিল্প মহলে একজন পরিচিত ব্যক্তিত্ব। তাঁর অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিভিন্ন শিল্পমনস্ক মানুষের মধ্যেও। সেই কারণে জেলা তথা জেলার বাইরের বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত থাকা মানুষ এদিন এসে উপস্থিত হন চন্দননগরে। চন্দননগরের গোটা রাস্তা জুড়ে তাঁরা এক মৌন মিছিলের মাধ্যমে তাঁদের প্রতিবাদ জানান। হাতে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে পদযাত্রা করেন শহরজুড়ে। সেই র্যালিতে অংশ নিয়েছিলেন বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত একাধিক মানুষ।
advertisement
আরও পড়ুন : রাজারহাটে নির্মীয়মাণ আবাসনে ২ শ্রমিকের উপর ধসে পড়ল মাটি! ১ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ দ্বিতীয় জন
তাঁদের দাবি, একজন শিল্পী নিজের কাজে যাওয়ার সময় পথে এই ধরনের দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে যেমন একদিকে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনই প্রশ্ন উঠেছে শিল্পীদের কাজে যাওয়ায় তৈরি হওয়া সংশয় নিয়েও। শিল্পীর এই অপঘাতে মৃত্যু কোনও মতেই মেনে নিতে পারছেন না শিল্পমনস্ক মহলের লোকেরা। তাঁরা চাইছেন এই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন তাঁদের যেন যথাযথ শাস্তি হয়। সরকারের উপর আশ্বাস রেখেই তাঁরা চাইছেন দোষীকে খুঁজে বার করুক পুলিশ এবং তাঁকে শাস্তি দিক আদালত।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2025 5:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: মানতে পারছেন না সুতন্দ্রার অপমৃত্যু, ন্যায়বিচার ও দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে মুখর শিল্পী মহল







