Hooghly News: সাপের আঁতুড়ঘর...! ঘুরে বেড়াচ্ছে বিষধর চন্দ্রবোড়া, পুলিশের হেড কোয়ার্টারে চরম আতঙ্ক
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Rahi Haldar
Last Updated:
Hooghly News: পুলিশের হেড কোয়ার্টারে আতঙ্কের কান্ড ! যদিও এই আতঙ্ক কোন চোর ডাকাত গুন্ডাদের নিয়ে নয়। বরং এই আতঙ্ক এক সরীসৃপকে ঘিরে। কার্যত সেই সরীসৃপদের আঁতুড় ঘর হয়ে উঠেছে চন্দননগর পুলিশ হেডকোয়ার্টার!
হুগলি: পুলিশের হেড কোয়ার্টারে আতঙ্কের কান্ড ! যদিও এই আতঙ্ক কোনও চোর ডাকাত গুন্ডাদের নিয়ে নয়, বরং এই আতঙ্ক এক সরীসৃপকে ঘিরে। কার্যত সেই সরীসৃপদের আঁতুড় ঘর হয়ে উঠেছে চন্দননগর পুলিশ হেডকোয়ার্টার! হেডকোয়ার্টারের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে বিষধর সব সাপ ! যা দেখে আতঙ্কিত পুলিশকর্মীরাও। সাপ না মেরে তাকে উদ্ধারের জন্য পদক্ষেপ নিয়েছেন তারাও।
চুঁচুড়ায় রয়েছে চন্দননগর পুলিশের হেড কোয়ার্টার পুলিশ লাইন। যেখানে রয়েছে পুলিশ কমিশনার ডেপুটি পুলিশ কমিশনার অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনারের অফিস। যে বিল্ডিং এ চন্দননগর পুলিশের হেডকোয়ার্টার। সেটি বহু প্রাচীন। ডাচদের আমলের।
advertisement
পুরনো এই ঐতিহাসিক ভবনে এর আগেও সাপের আড্ডা দেখা গিয়েছিল। আবারও সেই জায়গায় সাপেদের আড্ডা খানা হয়েছিল। সর্প বিশারদ এর অভিযানে হেডকোয়ার্টার থেকে উদ্ধার বিষধর সব সাপ।কমিশনার অফিসের পিছন দিকে একটি সাপ দেখতে পান পুলিশ কর্মীরা। খবর দেওয়া হয় ব্যান্ডেলের সাপ উদ্ধারকারী চন্দন ক্লেমেন্ট সিংকে।
advertisement
চন্দন গিয়ে পুলিশ লাইন থেকে একটি বড় সাইজের চন্দ্রবোড়া উদ্ধার করেন। চন্দন জানান, একটা চন্দ্রবোড়া ৪০-৪৫ টা বাচ্চা দেয়। তারা বাসস্থান সঙ্কটে রয়েছে। যেখানে বসবাস করে সেখানে জল ঢুকে গেলেও বাইরে বেরিয়ে আসতে পারে। এই এলাকায় একাধিকবার সাপ উদ্ধার হয়েছে। তাই সাবধানে থাকা উচিত।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2025 3:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: সাপের আঁতুড়ঘর...! ঘুরে বেড়াচ্ছে বিষধর চন্দ্রবোড়া, পুলিশের হেড কোয়ার্টারে চরম আতঙ্ক