অসমের শিবসাগর জেলার প্রত্যন্ত এক গ্রামে জন্ম এই যুবকের। সামান্য আদিবাসী পরিবার থেকে বড় হয়ে ওঠা তার। পড়াশোনা বলতে সামান্য মাধ্যমিক পর্যন্ত। অদম্য জেদ ও মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে দীর্ঘ প্রায় ছয় হাজার কিলোমিটার পথ সাইকেলে যাত্রা করছেন বিশাল শাকা নামে এই যুবক। তার এই যাত্রাপথে সম্বল দূষণহীন দুই চাকার সাইকেল, সামান্য খাবার, আসবাবপত্র। নিজের কষ্টার্জিত অর্থে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে তার এই সাইকেল যাত্রা। ইতিমধ্যেই যাত্রার 22 তম দিনে ওড়িশা হয়ে বঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রবেশ করেছে বিশাল। ভারত, বাংলাদেশ, মায়ানমার হয়ে পৌঁছবে মালয়েশিয়া, সময় লাগবে প্রায় তিন মাস।
advertisement
আরও পড়ুন : কাঁসার খালায় এলাহি খাবার, সুইমিং পুল…মনের মানুষের সঙ্গে দোল খেলুন এই রিসর্টে
প্রসঙ্গত বর্তমানে বৃক্ষচ্ছেদন এবং সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে পরিবেশের উপর জুলুম চালাচ্ছে সাধারণ মানুষ। তাই পথে মানুষকে সচেতন করাতারউদ্যোগ। তার এই পরিবেশ রক্ষার বার্তা দিতে গিয়ে কোথাও মানুষের থেকে পেয়েছেন সম্মান আবার কোথাও পাগল সম্বোধন।
তবে নিজের লক্ষ্যে সে অবিচল। এর আগে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সারা ভারত পরিক্রমা করেছেন বিশাল তবে এবারের পথ মসৃণ নয়, অনেকটা চড়াই উতরাই পথ রয়েছে চেন্নাই থেকে মালয়েশিয়া যাত্রায়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
লক্ষ্য পরিবেশকে রক্ষা করা। বিশালের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সমাজের বিশিষ্টজনেরা।
রঞ্জন চন্দ