Holi Weekend Destination: কাঁসার খালায় এলাহি খাবার, সুইমিং পুল...মনের মানুষের সঙ্গে দোল খেলুন এই রিসর্টে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Holi Weekend Destination: চারিদিকে গ্রাম্য পরিবেশ, সবুজের সমারোহ আর সুইমিং পুলের আনন্দ, একটা দিন ছুটি কাটানোর এক অন্যতম জায়গা। তবে হোলি উপলক্ষে থাকছে বিশেষ আয়োজনও।
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: দিন কয়েক পরই রংয়ের উৎসব হোলি। আনন্দে মেতে উঠবে সারা দেশ। তবে দিন শেষে অফিসের ক্লান্তি ভুলে একটা দিনের জন্য একান্তে কাটিয়ে আসতে চাইছেন? তবে আপনার জন্য পারফেক্ট জায়গা হতে পারে এই রিসর্ট। চারিদিকে গ্রাম্য পরিবেশ, সবুজের সমারোহ আর সুইমিং পুলের আনন্দ, একটা দিন ছুটি কাটানোর এক অন্যতম জায়গা। তবে হোলি উপলক্ষে থাকছে বিশেষ আয়োজনও।
অফিসের কাজ করতে করতে ক্লান্ত? পরিবার, পরিজন কিংবা প্রিয় মানুষের সঙ্গে ঘুরে আসতে চাইছেন? সমুদ্র কিংবা পাহাড় তো অনেকবারই দেখা হয়েছে! তবে একদম গ্রাম্য পরিবেশে, সবুজের মধ্যে উপভোগ করুন এই জায়গায়। থাকছে ফুডকোর্ট, আইসক্রিম পার্লার এবং রিসোর্টের রুমগুলি সাজানো হয়েছে ফাইভস্টার রিসোর্ট এর আঙ্গিকে। সামান্য খরচে একদিন কাটানোই যেতে পারে এখানে।
advertisement
আরও পড়ুন : পুষ্টিকর হলেও এঁরা ভুলেও কলা খাবেন না! খেলেই সর্বনাশ! খালি পেটে কলা খাওয়া উপকারী না ক্ষতিকর, জানুন
পশ্চিম মেদিনীপুরের খড়গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের শ্যামপুরা রঘুনাথ চক এলাকায় রয়েছে বেসরকারি রিসর্ট ‘জীবনসাথী’ । স্বল্প খরচে থাকা যাবে সেখানে। রয়েছে বাচ্চা, বড়দের জন্য সুইমিং পুল। বিভিন্ন উৎসব অনুষ্ঠানের জন্য লন, ব্যাঙ্কোয়েট হলও। শুধু তাই নয়, হোলির দিন থাকছে বিশেষ আয়োজন। সামান্য কিছু অর্থ ব্যয় থাকছে অফুরন্ত রং ও খাবারের সঙ্গে ঠান্ডাই। অর্থাৎ প্রিয়জনদের সঙ্গে আনন্দ উপভোগ করুন এখানে।
advertisement
advertisement
এছাড়াও এই রিসর্টের ফুড কোর্টে বিভিন্ন খাবার পরিবেশন করা হয় সাজিয়ে গুছিয়ে। কাঁসার থালায় পরিবেশন করা হয় নানা খাবার। এছাড়াও রয়েছে মকটেল, বাহারি আইসক্রিমের সমাহার। স্বাভাবিকভাবে যারা হোলির ছুটিতে একদিনের জন্য ঘুরে আসতে চাইছেন তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন জীবনসাথী রিসর্ট। গ্রামীণ পরিবেশে মন ভাল হবে আপনার।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2024 7:28 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Holi Weekend Destination: কাঁসার খালায় এলাহি খাবার, সুইমিং পুল...মনের মানুষের সঙ্গে দোল খেলুন এই রিসর্টে