আরও পড়ুন: ম্যানগ্রোভের চারা পুঁতে সাহায্যের হাত বাড়াল বিএসএফ
ভাইরাল খবরের জোয়ারে অনেক সময় সাংবাদিকরাও বিভ্রান্ত হচ্ছেন। কিন্তু তাঁদের কাছে সমাজের প্রত্যাশা সবচেয়ে বেশি। এই অবস্থায় সাংবাদিকরা যাতে ভুল খবরের ফাঁদে পা না দেন তার জন্যই এই বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়। মেদিনীপুর শহরের একটি হোটেলে প্রেস ইনফরমেশন ব্যুরো এই কর্মশালার আয়োজন করে। উপস্থিত ছিলেন ইউনিয়ন মিনিস্ট্রি অফ ইনফর্মেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের পূর্ব জোনের ডিজি ভূপেন্দ্র কাইনথোলা, পিআইবি কলকাতার প্রাক্তন এডিজি দেবাঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা।
advertisement
এদিন সাংবাদিকদের ফেক নিউজ এবং কীভাবে ফেক নিউজ যাচাই করা সম্ভব তা নিয়ে বিভিন্ন কৌশল শেখান জয়দীপ দাশগুপ্ত। বহু সময় দেখা যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বিভিন্ন ধরনের ফেক নিউজ দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে। এই অবস্থায় খবরের সত্যতা যাচাই করে কীভাবে সংবাদ করতে হবে সেটাই মূলত এই কর্মশালায় তুলে ধরা হয়েছে। এই কর্মশালায় পশ্চিম মেদিনীপুরের প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
রঞ্জন চন্দ