অন্যদিকে একসময় এই বেলপাহাড়ি ছিল মাওবাদীদের ডেরা। সব মিলিয়ে এলাকায় বাড়তি নজরদারির পাশাপাশি মহিলাদের বিভিন্ন সমস্যার সমাধানে এই বিশেষ বাহিনী ভূমিকা নেবে। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার জানান, এই টিম বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকায় অপরাধ দমনে কাজ করবে।
আরও পড়ুনঃ বেড়াতে গিয়ে নিখোঁজ! ৫২ বছর পর বাড়ি ফিরল হারিয়ে যাওয়া মেয়ে!
advertisement
এছাড়াও বেলপাহাড়িতে যে সমস্ত টুরিস্ট স্পট গুলো রয়েছে সেগুলোতে টহল দেবে এবং পরবর্তী সময়ে এই মহিলা পুলিশের উইনার্স টিম আরও অন্যান্য জায়গাতেও গঠন করা হবে। সাফল্য পেলে আমরা অন্যান্য জায়গাতেও আরও এই উইনার্স টিম করব বলে জানান ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিংহ।
আরও পড়ুনঃ আত্মহত্যার প্রবণতা কমাতে পুলিশের উদ্যোগ আলোদিক, অবসাদগ্রস্থদের করা হবে কাউন্সিলিং
এই উইনার্স টিম মূলত এলাকায় টহল দেওয়ার কাজে লাগানো হবে। এদিন এই উইনার্স টিম চালুকে কেন্দ্র করে অনুষ্ঠানে ছিল অন্যান্য পুলিশ কর্মীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা।
Partha Mukherjee