Midnapore News : বেড়াতে গিয়ে নিখোঁজ! ৫২ বছর পর বাড়ি ফিরল হারিয়ে যাওয়া মেয়ে!

Last Updated:

Midnapore News: কোথায় ছিলেন এতগুলো বছর? কী ভাবে ফিরলেন তিনি নিজের বাড়ি! তাঁর বাবা-মা আজ আর বেঁচে নেই! চোখে জল আনবে মহিলার জীবন সংগ্রাম!

+
ফিরে

ফিরে পেয়ে মিষ্টি মুখ

#পশ্চিম মেদিনীপুর : পরিবারের টানে ৫২ বছর পর বাড়ি ফিরল নিখোঁজ হওয়া মেয়ে। তবে এখন অবশ্য হারিয়ে যাওয়া কন্যা মেয়ে নয়, বেশ কয়েকটি সন্তানের মা। কিন্তু ৫২ বছর আগে হারিয়ে যাওয়া পরিবারের সদস্য বাড়িতে ফিরে আসায় খুশির বন্যা পরিবার সমেত এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, চন্দ্রকোনার টাউনের দক্ষিণবালা গ্রামের বাসিন্দা শিবানী দাস ছোট বেলায় মাত্র ১১ বছর বয়সে নিখোঁজ হয়ে যায়। পরিবার সুত্রে জানা যায়, বাবা মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে বিহার থেকে নিখোঁজ হয়ে যায় ছোট্ট শিবানী। বহু খোঁজ খবরের পরেও সেই সময় তাঁর হদিস পায়নি পরিবারের সদস্যরা।
পরিবারের লোকজন জানতে পারেন শিশু পাচারকারীদের হাতে পড়েই ভিনরাজ্যে পাচার হয়ে গেছে তাদের শিবানী। সন্তান হারানোর দুঃখ নিয়ে ৫২ টা বছর কেটে গেছে পরিবারের। এর মধ্যে প্রয়াত হয়েছেন শিবানীর বাবা , মা। কিন্তু হঠাৎ ৫২ বছর পর একদিন দিনের বেলায় ষাটোর্ধ এক মহিলা ঘুরে বেড়ায় দক্ষিনবালা গ্রামে। গ্রামবাসীরা জিজ্ঞেস করতেই একে একে নিজের বাবা, মা, পরিবার পরিজনদের নাম বলতে শুরু করেন মহিলা। গ্রামের নামও একবারেই সঠিক বলেন শিবানী দাস পান্ডে। এরপরেই পরিবার পরিজনদের কাছে তিনি তাঁর ৫২ বছরের জীবন কাহিনীর কথা জানান।
advertisement
পরিবারের সদস্যরা জানতে পারে, দীর্ঘদিন ধরেই নিখোঁজ অবস্থায় বেনারসে ছিলেন শিবানী দাস পান্ডে। সেখানে তাঁর বিয়েও হয় এবং চার সন্তানের মাও হন তিনি। দীর্ঘ্যদিন যাবৎ বাড়ির ঠিকানা ঠিকমতো মনে না‌‌ করতে পারায় ফেরা হয়নি বাড়ি। অবশেষে দীর্ঘ ৫২ বছর পর পরিবারের কয়েকজনের নাম এবং গ্রামের নাম মনে পড়ায় শিবানী দেবী তাঁর বড় ছেলের সাহায্য নিয়ে শেষমেষ নিজের গ্রামের বাড়ি ফিরতে সক্ষম হন। তবে বাড়ি ফিরতেই পরিবারে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘ কয়েক যুগ পর নিজের পরিজনকে পরিবারে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা বাড়ির সদস্যরা একে অপরকে মিষ্টি মুখ করিয়ে ভাগ করে নেন আপনকে ফিরে পাওয়ার আনন্দ।
advertisement
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Midnapore News : বেড়াতে গিয়ে নিখোঁজ! ৫২ বছর পর বাড়ি ফিরল হারিয়ে যাওয়া মেয়ে!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement