প্রসঙ্গত উল্লেখ্য, গত জুলাই মাসে ০.৪ সেমি বা ৪ মিমি চালের উপর ভারতের জাতীয় পতাকা অঙ্কন করেন ঋত্বিক। এজন্য, তাঁর সময় লাগে মাত্র ৫ মিঃ ১৭ সেকেন্ড। এরপরই ঋত্বিক যোগাযোগ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে। ভারতের ক্ষুদ্রতম জাতীয় পতাকা অঙ্কন করার জন্য গত আগস্ট মাসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ঋত্বিকের এই কৃতিত্বকে স্বীকৃতি দেয় এবং আজ, ২৭ সেপ্টেম্বর তাঁর বাড়িতে এসে পৌঁছয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর শংসাপত্র, মেডেল, ব্যাজ, পেন, স্টিকার- প্রভৃতি।
advertisement
আরও পড়ুন: বোলপুরে বেসরকারি ব্যাঙ্কে অগ্নিকাণ্ড, এখানে রয়েছে অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট!
বছর ২২-এর ঋত্বিক ঘাটাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের স্নাতকোত্তর (সংস্কৃত) দ্বিতীয় বর্ষের ছাত্র। বাবা নুতন ঘোষ পেশায় ব্যবসায়ী হলেও, এলাকায় একজন সমাজকর্মী হিসেবে জনপ্রিয়। শালবনীর 'ছত্রাছায়া' গ্রুপ ও সংস্থা'র কাণ্ডারী তিনি।
আরও পড়ুন: পুজোর মুখে আশা কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
অসহায় মানুষের পাশে থাকাই তাঁর নেশা ও ভালোবাসা। মা মিতা ঘোষ গৃহবধূ। তাঁরা জানিয়েছেন, পড়াশোনার সঙ্গে ছোট থেকেই ঋত্বিক হাতের কাজ নিয়ে মেতে থাকত। এই মুহূর্তে মাইক্রো আর্টিস্ট হিসেবে নিজের শখ ও ভালোবাসাকে পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করছে। আর, ঋত্বিক জানিয়েছেন, "বিভিন্নভাবে নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে। বাবা-মা সবসময় অনুপ্রাণিত করেন। আমিও প্রতিষ্ঠিত হয়ে তাঁদের পাশে থাকতে চাই। একইসঙ্গে, বাবা যেভাবে সমাজসেবা করে চলেছেন, তাও ধরে রাখতে চাই।"
পার্থ মুখোপাধ্যায়