Birbhum News: বোলপুরে বেসরকারি ব্যাঙ্কে অগ্নিকাণ্ড, এখানে রয়েছে অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট!

Last Updated:

বীরভূমের বোলপুরের শান্তিনিকেতন রোডে থাকা একটি বেসরকারি ব্যাঙ্কে বুধবার ১২টা নাগাদ বিধ্বংসী আগুন লাগে।

অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল
#বীরভূম: বোলপুরের শান্তিনিকেতন রোডে থাকা একটি বেসরকারি ব্যাঙ্কে বুধবার ১২টা নাগাদ বিধ্বংসী আগুন লাগে। সেই আগুনের কালো ধোঁয়ায় ভরে যায় পুরো এলাকা। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। এর পাশাপাশি স্থানীয় বাসিন্দারা এই ব্যাংকে এইভাবে হঠাৎ করে আগুন লেগে যাওয়াকে কেন্দ্র করে নানা প্রশ্ন তুলছেন। তাদের প্রশ্ন তোলার কারণ হল, জানা যাচ্ছে এই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মন্ডলের।
এছাড়াও অ্যাকাউন্ট রয়েছে তার মেয়ে সুকন্যা মন্ডলের। শুধু তাই নয় এখানেই অ্যাকাউন্ট রয়েছে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ বায়নের। এর পাশাপাশি এই ব্যাংকে আমানত রয়েছে অনুব্রত মণ্ডলের আত্মীয়-স্বজনদের। সিবিআই আধিকারিকরা অনুব্রত মন্ডলকে গরু পাচার কাণ্ডে গ্রেফতার করার পর এই ব্যাংকের নথিপত্র সংগ্রহ করতে অন্ততপক্ষে চারবার হানা দিয়েছেন।
আরও পড়ুন: ভারতীয় রেলে ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ, জানুন বিশদে
এর পাশাপাশি এই ব্যাংকের আধিকারিকদের একাধিকবার বোলপুরের অস্থায়ী সিবিআই ক্যাম্পে ডেকে পাঠানো হয়। এছাড়াও এই ব্যাংকের আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছিল নিজাম প্যালেসে। গরু পাচার কাণ্ডে এমন তদন্ত চলাকালীন ব্যাংকে আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে তাহলে কি নথিপত্র নষ্ট করে দেওয়ার জন্যই ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে? নাকি অন্য কোন কারণেই আগুন লেগেছে?
advertisement
advertisement
আরও পড়ুন: পুজোর মুখে আশা কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দা এমডি মহসিন জানিয়েছেন,  "ব্যাংক খোলার পর দুপুর ১২টা নাগাদ দেখতে পাই কালো ধোঁয়ায় ভরে গিয়েছে এলাকা। জানতে পারি ব্যাংকে আগুন লেগেছে। কিন্তু লক্ষ্য নিয়ে বিষয় হল ব্যাংকের কর্মীরা যেভাবে ধীরে সুস্থে বাইরে বেরিয়ে আসছিলেন তা নিয়েই। কারণ হঠাৎ করে আগুন লাগলে সবার মধ্যে তাড়াহুড়ো ভাব থাকতো। সেই ভাব কারো মধ্যেই দেখতে পাওয়া যায়নি। এর পাশাপাশি এই ব্যাংক থেকে দমকল বাহিনীর অফিস দু'মিনিটের রাস্তা। কিন্তু তারাও আসতে এত দেরি করল কিভাবে? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নথিপত্র নষ্ট করে দেওয়ার জন্যই এই আগুন নয় তো?"
advertisement
অন্যদিকে এই বিষয়ে ব্যাংকের কর্মী এবং আধিকারিকদের প্রশ্ন করা হলে তারা কোনোভাবেই কিছু উত্তর দিতে চাননি। তাদের বক্তব্য একটাই, এই বিষয়ে তাদের বলার কোন ক্ষমতা বা অধিকার নেই।
মাধব দাস
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: বোলপুরে বেসরকারি ব্যাঙ্কে অগ্নিকাণ্ড, এখানে রয়েছে অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement